Advertisment

ভারতকে ছাড়াই বাঁচবে পাক ক্রিকেট, তোপ দাগলেন কর্তা

২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গি বাহিনীর আত্মঘাতী হামলার পরেই ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাক ক্রিকেট বিপুল অংকের রাজস্ব ক্ষতি করেছে। তবে পাক ক্রিকেট ভারতকে ছাড়াই বাঁচতে পারবে। এমনটাই জানাচ্ছেন, পিসিবির চেয়ারম্যান এহসান মানি।

Advertisment

বিসিসিআইকে তোপ দেগে তিনি জানালেন বহুদিন দ্বি-পাক্ষিক সিরিজ না খেলা সত্ত্বেও পাকিস্তানের ক্রিকেট যথেষ্ট মজবুত পজিশনে রয়েছে।

পিসিবির মিডিয়া বিভাগ থেকে সম্প্রতি একটি পডকাস্ট সম্প্রচার করা হয়। সেখানেই তিনি জানান, "আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তবে ভারত আমাদের চিন্তা কিংবা পরিকল্পনা কোনটাতেই নেই। ওদের ছাড়াই আমাদের বাঁচতে হবে। আমাদের বাঁচার জন্য ওদের প্রয়োজন নেই।"

প্রাক্তন আইসিসি প্রধান এখানেই না থেমে আরো জানিয়েছেন, "যদি ভারত আমাদের সঙ্গে খেলতে না চায়, তার পরিকল্পনাও আমাদের তৈরি। এই বিষয়ে আমি পুরোপুরি পরিষ্কার। ওরা বেশ কয়েকবার খেলার প্রতিশ্রুতি দেয়। আবার শেষ মুহূর্তে বাতিল করে দেয়।"

২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গি বাহিনীর আত্মঘাতী হামলার পরেই ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করেছে।

শোয়েব আখতার কিছুদিন আগেই করোনা মোকাবিলায় দু দেশের একসঙ্গে তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন দু দেশের বোর্ডকে। তারপর অনেক জল বয়ে গিয়েছে। ভবিষ্যতেও ভারত-পাক সিরিজ আয়োজন করা সম্ভব হবে, এমন বিষয়ে নিরাশা প্রকাশ করেছেন এহসান মানি।

তিনি সাফ জানাচ্ছেন, "এই মুহূর্তে আমরা ওদের সঙ্গে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে খেলি। এটা ঠিক আছেম কারণ আমরা খেলতেই চাই। আমরা চাই খেলা আর রাজনীতি আলাদা থাকুক।"

পাক ক্রিকেট বিপুল অংকের রাজস্ব ক্ষতি করেছে। তবে পাক ক্রিকেট ভারতকে ছাড়াই বাঁচতে পারবে। এমনটাই জানাচ্ছেন, পিসিবির চেয়ারম্যান এহসান মানি।

বিসিসিআইকে তোপ দেগে তিনি জানালেন বহুদিন দ্বি-পাক্ষিক সিরিজ না খেলা সত্ত্বেও পাকিস্তানের ক্রিকেট যথেষ্ট মজবুত পজিশনে রয়েছে।

পিসিবির মিডিয়া বিভাগ থেকে সম্প্রতি একটি পডকাস্ট সম্প্রচার করা হয়। সেখানেই তিনি জানান, "আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তবে ভারত আমাদের চিন্তা কিংবা পরিকল্পনা কোনটাতেই নেই। ওদের ছাড়াই আমাদের বাঁচতে হবে। আমাদের বাঁচার জন্য ওদের প্রয়োজন নেই।"

প্রাক্তন আইসিসি প্রধান এখানেই না থেমে আরো জানিয়েছেন, "যদি ভারত আমাদের সঙ্গে খেলতে না চায়, তার পরিকল্পনাও আমাদের তৈরি। এই বিষয়ে আমি পুরোপুরি পরিষ্কার। ওরা বেশ কয়েকবার খেলার প্রতিশ্রুতি দেয়। আবার শেষ মুহূর্তে বাতিল করে দেয়।"

২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গি বাহিনীর আত্মঘাতী হামলার পরেই ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ত্যাগ করেছে।

শোয়েব আখতার কিছুদিন আগেই করোনা মোকাবিলায় দু দেশের একসঙ্গে তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন দু দেশের বোর্ডকে। তারপর অনেক জল বয়ে গিয়েছে। ভবিষ্যতেও ভারত-পাক সিরিজ আয়োজন করা সম্ভব হবে, এমন বিষয়ে নিরাশা প্রকাশ করেছেন এহসান মানি।

তিনি সাফ জানাচ্ছেন, "এই মুহূর্তে আমরা ওদের সঙ্গে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে খেলি। এটা ঠিক আছেম কারণ আমরা খেলতেই চাই। আমরা চাই খেলা আর রাজনীতি আলাদা থাকুক।"

BCCI pakistan
Advertisment