Advertisment

PCB Central Contracts: কোহলির সঙ্গে সরাসরি বাবরের তুলনা করেছিলেন, পাক ক্রিকেটারকে 'চরম শাস্তি' দিল পিসিবি

Fakhar Zaman dropped from central contracts due to Virat Kohli Babar Azam comparison: কোহলি-বাবরের সঙ্গে তুলনা টেনে উদাহরণ হিসেবে ফখর জামান পিসিবি-বিসিসিআইকে তফাৎ জানিয়েছিলেন। ফলাফল মোটেও ভাল হল না তাঁর জন্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Pakistan Cricket Team

Pakistan Cricket Team: কোহলি-টুইটের জন্য শাস্তি পেতে হল ফখরকে (টুইটার)

Fakhar Zaman, PCB central contracts: দীর্ঘদিন রানের মধ্যে না থাকা বাবর আজমকে বাদ দিতে বাধ্য হয়েছে পাক বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাইরে রাখা হয়েছিল শাহিন আফ্রিদি, নাসিম শাহের মত তারকাদেরও। তবে পিসিবির এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন পাকিস্তানের সীমিত ওভারের তারকা ফখর জামান।

Advertisment

সরাসরি কোহলির সঙ্গে তুলনা টেনে বলে দিয়েছিলেন, কোহলিকে অফফর্মের সময়েও ভরসা জুগিয়েছে বিসিসিআই। বাদ দেওয়ার পথে হাঁটেনি। বাবরকে নিয়ে পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে পাক বোর্ডের রোষানলে পড়ে গিয়েছিলেন ফখর জামান। তারপর প্রকাশ্যেই পাক বোর্ডের তরফে রুষ্ট হওয়ার কথা জানা গিয়েছিল শো কজ নোটিশ পাঠানোয়।

তবে সমস্যা এখানেই থেমে থাকল না। পিসিবির সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির বাইরেও রাখা হয়েছে ফখরকে। পিসিবির তরফে যে ২৫ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করা হয়েছে, তাতে ঠাঁই হয়নি তারকা ব্যাটারের। ফখর জামানের সঙ্গেই কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়নি ওসামা মির, ইফতিকার আহমেদকে।

যদিও পিসিবির তরফে সংবাদমাধ্যমে বলা হয়েছে, বাবর-কোহলি টুইট সংক্রান্ত কারণে নয়, বরং ফিটনেসের মানদণ্ড পেরোতে না পারার জন্যই তাঁকে বাইরে রাখা হয়েছে।

পিসিবির এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, "ফখরের হাঁটুতে একটা সমস্যা রয়েছে। লাহোরের এনসিএ-তে ও আপাতত রিহ্যাব সারছে। ও সম্প্রতি দুটো ফিটনেস টেস্টে ব্যর্থ হয়েছে। নভেম্বরে আরও একবার ফিটনেস পরীক্ষায় ওঁকে উত্তীর্ণ হতে হবে।"

সেই সূত্রই জানিয়েছেন, "বাবর-কোহলির টুইটের সঙ্গে ফখরের বাদ পড়ার কোনও সম্পর্ক নেই। পিসিবির তরফে ফখরকে শো কজ নোটিশ পাঠানো হয়েছিল। তারপর নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে জবাব দিয়েছিল ও। কোনও শৃঙ্খলাভঙ্গ জনিত শাস্তি দেওয়া হয়নি ফখরকে।"

এদিকে, বাবর শীর্ষস্থানীয় এ ক্যাটাগরিতে থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে থাকা অবস্থায় জয় এনে দেওয়া অধিনায়ক শন মাসুদকে বি ক্যাটাগরিতেই রাখা হয়েছে।

Virat Kohli pakistan Pakistan Cricket Pakistan Cricket Team Babar Azam
Advertisment