Advertisment

Pakistan Cricket Team: গদিতে ফিল্ডিং প্র্যাকটিস, পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে আবার-ও বিতর্কের ঝড়

Pakistan Cricket Team in t20 World Cup 2024: টুর্নামেন্ট থেকে তাদের তাড়াতাড়ি বিদায়ের পরে, পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে গ্রুপিং এবং রাজনীতি করার অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan, Training, পাকিস্তান, প্রশিক্ষণ,

Pakistan-Training: এই প্রশিক্ষণই বিতর্কের ঝড় তুলেছে। (ছবি- টুইটার)

Pakistan Cricket Team fielding practice: সেনা ক্যাম্পে পাকিস্তান দলের প্রশিক্ষণ আগেই বিতর্কের ঝড় তুলেছিল। এবার, বিতর্কের মুখে পাকিস্তানের সর্বশেষ প্রশিক্ষণও। এই বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান দলের ভিডিও। সেই ভিডিওয় পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়কে ক্যাচিং প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে।

Advertisment

টি-২০ বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। যার বিরুদ্ধে অনুরাগী থেকে বিশেষজ্ঞ, সকলেই সরব। প্রাক্তন ক্রিকেটারদের থেকে শুরু করে কেউ কেউ তো এমনও পরামর্শ দিয়েছেন যে পাকিস্তান বোর্ডের পুরো দলটাকেই বরখাস্ত করা উচিত।

এই পরিস্থিতিতে পাকিস্তানে ফেরার কয়েকদিন পর অধিনায়ক বাবর আজমকে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে, তাতে সমালোচনার ঝড় থামেনি। এই পরিস্থিতিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়কে ক্যাচিং প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে। পাকিস্তানের ওপেনিং ব্যাটার ইমাম-উল-হক সহ কয়েকজন খেলোয়াড়কে পুরোনো গদিতে ক্যাচিং অনুশীলন করতে দেখা গেছে। যথারীতি ভিডিওটি সমালোচনার মুখে পড়েছে। অনুরাগীরা এই ধরনের প্রশিক্ষণকে 'হাস্যকর' বলে কটাক্ষ করেছেন।

টুর্নামেন্ট থেকে তাদের তাড়াতাড়ি বিদায়ের পরে, পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে গ্রুপিং এবং রাজনীতি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার, পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান আমেরিকায় টি-২০ বিশ্বকাপ থেকে দলের তাড়াতাড়ি বিদায়ের ব্যাপারে পেশোয়ারে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে ভক্তদের সমালোচনা যুক্তিযুক্ত। তবে, দলের মধ্যে রাজনীতি চলার অভিযোগ রিজওয়ান গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

পেশোয়ারে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'লোকেরা বলছে যে দলের মধ্যে রাজনীতি চলছিল। খেলোয়াড়দের মধ্যে নাকি নানা মতপার্থক্য ছিল। এসব গুজব। আমরা তো আগেও ম্যাচ হেরেছি। আবার এই একই দল ফাইনাল, সেমিফাইনাল খেলেছে। কিন্তু, এটাও সত্যি যে আমরা এবার ট্রফি জিততে পারিনি।'

আরও পড়ুন- বিদেশের মাটিতে ফের ভারত-পাক! ক্রিকেটের দেশেই কোহলি-বাবরদের নয়া সিরিজের সম্ভাবনা

রিজওয়ান একইসঙ্গে বলেছেন, 'হেরে যাওয়ার কারণেই দল এখন সমালোচনার মুখোমুখি হচ্ছে। এই সমালোচনা স্বাভাবিক। কারণ, আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। যে খেলোয়াড়রা সমালোচনার মুখোমুখি হতে পারবে না, তারা সফল হতে পারবে না। টি-২০ বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সে আমরা হতাশ। আমাদের হারের পিছনে একাধিক কারণ আছে। সবচেয়ে বড় কথা, যখন কোনও দল হারে, তখন কিছুতেই বলা যাবে না যে সেই দল ভালো বোলিং এবং ব্যাটিং করেছে।'

T20 World Cup Babar Azam viral ICC Cricket World Cup Cricket News Cricket World Cup Pakistan Cricket Team
Advertisment