PAK vs NZ 2nd ODI: যত দিন যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) ততই যেন হতাশার অন্ধকারে ডুবতে বসেছে। ইতিপূর্বে, সলমান আগার নেতৃত্বে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ হেরে গিয়েছিল। আশা করা হয়েছিল যে বাবর আজম (Babar Azam), ইমাম-উল-হক এবং মহম্মদ রিজওয়ানের ( Mohammad Rizwan) প্রত্যাবর্তনে ওয়ানডে সিরিজে অন্তত এই দলটা ভাল পারফরম্যান্স করতে পারবে।
কিন্তু, সেই ছবিটা দেখতে পাওয়া গেল না। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তান ব্যাটাররা কার্যত নতিস্বীকার করে নিল। আর সেকারণে ৮৪ রানের বিশাল ব্যবধানে এই দলটা হেরে যায়।
২৯২ রান করছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। নিউজিল্যান্ডের ২ ব্যাটার ছাড়া কেউই শুরুটা ভাল করতে পারেনি। একা লড়াই করলেন মিচেল হেয়। তিনি শেষপর্যন্ত ৯৯ রানে অপরাজিত থাকেন। ৪১ রান করে মিচেলকে যোগ্য সঙ্গত দেন মহম্মদ আব্বাস।
অন্যদিকে, ড্যারিল মিচেল ১৮ রান এবং অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল মাত্র ১৭ রান করে আউট হয়ে যান। শেষপর্যন্ত কিউয়ি ব্রিগেড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান করে। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে সুফিয়ান মুকিম এবং ওয়াসিম জুনিয়র দুটো করে উইকেট শিকার করেছেন।
৮৪ রানে পরাস্ত পাকিস্তান
জয়ের জন্য ২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, মাত্র ৩২ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে ফেলে। বাবর আজম ১ রান এবং অধিনায়ক মহম্মদ রিজওয়ান মাত্র ৫ রান করে আউট হয়ে যান। শেষপর্যন্ত দলের বোলিং অলরাউন্ডার ফাহিম আশরফ ৭৩ রান করেন।
তাঁকে সঙ্গ দিতে মাঠে নেমেছিলেন কনকাশন সাবস্টিচ্যুড নাসিম শাহ। তিনি ৫১ রান করেন। এরপরও পাকিস্তান ২০৮ রানে অলআউট হয়ে যায়। অবশেষে তারা ৮৪ রানের বিশাল ব্যবধানে হার স্বীকার করতে বাধ্য হয়। নিউজিল্যান্ডের হয়ে বেন সিয়ার্স ৫ উইকেট শিকার করেন। অন্যদিকে, ৩ উইকেট তুলে নেন জেকব ডাফি।