Advertisment

ভারতে খেলতে আসছে কি পাকিস্তান! মোদির আমন্ত্রণ চলে গেল ওয়াঘার ওপারে

মোদির আমন্ত্রণ গেল পাকিস্তানে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি বছরে ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহন করতে গিয়ে ভারতে আসবে পাকিস্তান। অবশেষে সরকারি স্তরে বিবৃতি পাওয়া গেল। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানাচ্ছেন, বর্তমানে পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এবং সর্বশেষ সম্মতি দেবে কেন্দ্রীয় সরকার।

Advertisment

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, "ক্রীড়া এবং রাজনীতি কখনই মেশানো উচিত নয়। পাকিস্তানে ভারতের খেলতে না আসার সিদ্ধান্ত ভীষণ হতাশাজনক। নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। কিছুদিনের মধ্যেই আমরা নিজেদের সিদ্ধান্ত পিসিবিকে জানিয়ে দেব।"

চলতি বছরে অক্টোবরের ৫ তারিখ থেকে ওয়ার্ল্ড কাপের আসর বসছে ভারতে। তবে পাকিস্তানের তরফ থেকে এখনও ভারতে খেলতে আসার কোনও নিশ্চয়তা মেলেনি। এই কারণেই বিশ্বকাপের সূচি ঘোষণায় বিলম্ব ঘটছে। যদিও বোর্ড সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর ১০ দিন পর ভারত-পাকিস্তান ম্যাচ ফেলা হয়েছে আহমেদাবাদে। যদিও আহমেদাবাদে খেলার বিষয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান বোর্ড। প্রাথমিক সূচি অনুযায়ী পাকিস্তানকে লিগ পর্যায়ে খেলতে হবে ভারতের ভিন্ন ভিন্ন পাঁচটি শহরে।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আপত্তি থাকলেও পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৪ জুলাই থেকে আয়োজিত হতে চলা SCO (সাংহাই কো-অপারেশন অর্গ্যানাইজেশন) ভার্চুয়াল সামিটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানকে। পাকিস্তান অংশ নেবে সেই সামিটে। প্রসঙ্গত, ২২তম SCO সামিটের আসর বসছে এবার ভারতে।

২০১৬ সালে শেষবার ভারতে ক্রিকেট খেলতে এসেছিল পাকিস্তান। তারপর থেকে ভারতে আর দেখা যায়নি পাক দলকে। রাজনৈতিক কারণে দুই দলের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আইসিসি ইভেন্টে দুই দলই নিরপেক্ষ ভেন্যুতে খেলে। এর আগে এশিয়া কাপ খেলতে ভারত পাক মুলুকে যেতে অস্বীকার করার পর পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে। যদিও এখন পাকিস্তানের সুর অনেকটাই নরম।

Read the full article in ENGLISH

pakistan Indian Cricket Team Pakistan Cricket
Advertisment