২ বছরের ছোট্ট মেয়েটা মারা গেল, ইংল্যান্ড থেকে ফিরছেন এই পাক ব্যাটসম্যান

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন পাকিস্তানের ব্য়াটসম্যান আসিফ আলি। তাঁর দু'বছরের কন্যা নুর ফতিমা প্রয়াত হয়েছে। স্টেজ ফোর ক্যান্সারের সঙ্গে লড়ছিল ছোট্ট নুর।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন পাকিস্তানের ব্য়াটসম্যান আসিফ আলি। তাঁর দু'বছরের কন্যা নুর ফতিমা প্রয়াত হয়েছে। স্টেজ ফোর ক্যান্সারের সঙ্গে লড়ছিল ছোট্ট নুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Cricketer Asif Ali's Daughter Dies After Cancer Treatment

২ বছরের ছোট্ট মেয়েটা ক্যান্সারে মারা গেল, ইংল্যান্ড থেকে ফিরছেন এই পাক ব্যাটসম্যান (ছবি-টুইটার)

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন পাকিস্তানের ব্য়াটসম্যান আসিফ আলি। তাঁর দু'বছরের কন্যা নুর ফতিমা প্রয়াত হয়েছে। স্টেজ ফোর ক্যান্সারের সঙ্গে লড়ছিল ছোট্ট নুর। কিন্তু শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেল আসিফের কন্য়া। পাকিস্তান সুপার লিগের টিম ইসলামাবাদ ইউনাইটেডের অফিসিয়াল টুইটার পেজ থেকে এই খবর জানানো হয়েছে।

Advertisment

Advertisment

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলল সরফরাজ আহমেদরা। গত রবিবার ইংল্যান্ড তাদের ৫৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ জিতে নিয়েছে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আলি প্রতিটি ম্যাচেই অংশ নিয়েছিলেন। ২৭ বছরের ক্রিকেটার এই সিরিজে দু'টি হাফ-সেঞ্চুরি হাঁকান। ব্রিস্টলে তৃতীয় ওয়ান-ডে ম্যাচে কেরিয়ারের সেরা ৫২ রানের ইনিংস আসে তাঁর হাত থেকে। ১৬টি ওয়ান-ডে খেলা আলি ৩৪২ রান করেছেন ৩১.০৯-এর গড়ে। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তাঁর জায়গা হয়নি। কিন্তু আগামী ২৩ মে চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। মনে করা হচ্ছে আসিফ দলে জায়গা করে নেবেন।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: ক্যাপ’টেন’, এনাদের কাঁধেই এবার গুরুদায়িত্ব

গত ২২ এপ্রিল আসিফ টুইট করে জানিয়ে ছিলেন, তাঁর কন্যা মারণরোগের সঙ্গে লড়াই করছে। মেয়ের চিকিৎসার জন্যই তিনি তাকে মার্কিন মুলুকে নিয়ে যাচ্ছেন। 

ICC pakistan