Advertisment

PSL 2024: মুখে সিগারেট, আয়েশ করে সুখটান! বিশ্বক্রিকেটে লজ্জার নজির গড়ল পাকিস্তানি সুপারস্টার, দেখুন

Imad Wasim PSL final: কেরিয়ারের সেরা টি২০ পারফরম্যান্স উপহার দিয়ে যান তারকা। ৪ ওভারের কোটায় মাত্র ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে মুলতান ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন। ইমাদের বোলিং বিক্রমের সামনে মুলতান মাত্র ১৫৯/৯-এ থেমে গিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Imad Wasim, Pakistan Cricket, PSL final

Imad Wasim-PSL final: বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তান তারকা ইমাদ ওয়াসিম (টুইটার)

Islamabad United vs Multan Sultans PSL 2024 final: পিএসএল-এর ধুন্ধুমার ফাইনাল খেলা হল করাচিতে। ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস দ্বৈরথে শেষ হাসি হাসল পাকিস্তানের রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। আর সেই ম্যাচে একক কৃতিত্বে ইসলামাবাদ ইউনাইটেডকে জেতালেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। বল হাতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি।

Advertisment

বোলিংয়ে দুরন্ত তিনি। কেরিয়ারের সেরা টি২০ পারফরম্যান্স উপহার দিয়ে যান তারকা। ৪ ওভারের কোটায় মাত্র ২৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে মুলতান ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেন। ইমাদের বোলিং বিক্রমের সামনে মুলতান মাত্র ১৫৯/৯-এ থেমে গিয়েছিল। ইমাদের এই কীর্তি পিএসএল-এর ফাইনালের ইতিহাসে সেরা ব্যক্তিগত বোলিং পারফরম্যান্স।

তবে দুরন্ত কীর্তি গড়েও নেতিবাচক কারণে শিরোনামে উঠে এলেন তারকা। ড্রেসিংরুমে ধূমপান করতে গিয়ে ধরা পড়ে গেলেন তারকা। দারুণ বল করার পর ড্রেসিংরুমে গিয়েছিলেন ইমাদ। ইনিংসের ১৮তম ওভারে সম্প্রচারকারী চ্যানেলের তরফে ইমাদকে ক্যামেরায় ধরা হয়। সেই সময়েই ধূমপান রত অবস্থায় তাঁকে দেখা যায়।

যাইহোক, ম্যাচে ইসলামাবাদকে রান তাড়া করে জয়ের নায়ক মার্টিন গাপটিল। হাফসেঞ্চুরি করে যান তিনি। শেষদিকে একসময় ইসলামবাদ ১২১/৫ হয়ে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল। তবে বলের পর ব্যাট হাতেও ভেলকি দেখান তিনি। শেষদিকে ১৯ রানে অপরাজিত থেকে ফিনিশিং টাচ দেন তারকা। ২ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ।

আরও পড়ুন- মাঠেই অসভ্যতা মুশফিকুরের! ম্যাথিউসের সঙ্গে চরম দুর্ব্যবহারে শালীনতার সীমা ছাড়ালেন নাগিন তারকা, দেখুন ভিডিও

ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স-এর সুবাদে ইমাদকেই ম্যাচের সেরা বাছা হয়। পিএসএল-এর ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজি হওয়ার কীর্তিও গড়ে ইসলামাবাদ। এই নিয়ে লিগের ইতিহাসে সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ন হল ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে, মুলতান আবার সর্বাধিক রানার্স আপ হওয়ার নজির গড়ল- তিনবার।

পাকিস্তান জাতীয় দলের একসময়ের নিয়মিত তারকা ইমাদ ৬৫ টি২০ এবং ৫৫টি ওয়ানডে খেলেছেন আন্তর্জাতিক স্তরে। গত বছরের এপ্রিলে শেষবার পাকিস্তানের জাতীয় দলে খেলেছিলেন ৩৫ বছরের স্পিনার-অলরাউন্ডার।

ক্রিকেট মাঠে ধূমপানের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন দক্ষিণ আফ্রিকা ম্যাচে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে আয়েশ করে ই-সিগারেট টানতে দেখা গিয়েছিল। তারও আগে আফগানিস্তানের মহম্মদ শেহজাদ বিপিএল চলাকালীন ধূমপান করেছিলেন। সেই সময় তাঁর নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছিল।

pakistan Pakistan Cricket Team Cricket News Pakistan Cricket
Advertisment