Advertisment

Pakistan Cricketer Shadab Khan: অভিনেত্রীকে লুকিয়ে টেক্সট, পরে অন্য কাউকে বিয়ে! পাক ক্রিকেটারকে ঘুরে হুলুস্থুল অভিযোগ

Pakistan Cricketer Shadab Khan: শাদাব খান দু বছর ধরেই মালাইকার সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন। যিনি আবার প্রাক্তন কিংবদন্তি সাকলিন মুস্তাকের কন্যা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shadab Khan Shahtaj Khan

Shadab Khan Shahtaj Khan relationship: শাদাব-শাহতাজের পুরোনো সম্পর্ক নিয়ে উত্তাল পাক মুলুক (টুইটার এবং স্ক্রিনগ্র্যাব)

Pakistan Cricketer Shadab Khan: পাক ক্রিকেটাররা নাকি অভিনেত্রীদের টেক্সট করছেন। এমন অভিযোগ সামনে আসার পরই মুখ খুললেন শাদাব খান। জানিয়ে দিলেন, কখনও কখনও কোনও বিষয় বড় করে দেখানো হয়। এবং অভিনেত্রীরা খ্যাতির জন্য বাড়িয়ে এরকম বিষয় সামনে আনেন।

Advertisment

জিও নিউজ-এ হাসনা মানা হ্যায়-এ এক ভক্ত জিজ্ঞাসা করেন, "অনেক অভিনেত্রীই বলেন, তাঁদের নাকি ক্রিকেটাররা টেক্সট করেন। আপনি কি কখনও অভিনেত্রীকে এভাবে টেক্সট করেছেন?" শাদাব খান বলেন, "যদি ক্রিকেটাররা টেক্সট করেও থাকেন, তাতে ভুল কোথায়? সকলের কাছেই ব্লক করার অপশন রয়েছে। যদি আপনি পছন্দ না করেন, তাহলে রিপ্লাই দেওয়া বন্ধ করুন। ঘটনা হল, অভিনেত্রীরাও রিপ্লাই করেন, আগ্রহ প্রকাশ করেন। যাতে ধারণা হয় যে তাঁরা কথা বলতে আগ্রহী।"

সেই শো-য়ে শাদাব খান আরও জানান, ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনা করেন, কোন অভিনেত্রীদের তাঁরা টেক্সট করেছেন, সেই বিষয়ে। ২৬ বছরের তারকা আরও বলেন, "আমরা বেশ কিছু ভিডিও দেখেছি, যেখানে ঘটনা চড়িয়ে দেখানো হয়। তবে সেগুলো মোটেই সেরকম নয়। অনেক অভিনেত্রীই সস্তায় খ্যাতির জন্য এরকম করেন। বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টের আগে এরকম খবর প্রকাশ্যে আসে, কারণ সেই সময় সেই ইভেন্টে সকলের নজর থাকে।"

গত বছরই পাকিস্তানি টিকটকার শাহতাজ খান এবং শাদাব খান হোয়াটস আপ এবং ইনস্টাগ্রামে বার্তা আদান প্রদান করতেন। সেই সময় শাহতাজ বিয়ের প্রস্তাবও দেন শাদাবকে। শাদাব খান দু বছর ধরেই মালাইকার সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন। যিনি আবার প্রাক্তন কিংবদন্তি সাকলিন মুস্তাকের কন্যা।

Advertisment

সেই বিষয়ে জানতে পেরে শাহতাজ পরে বলবেন, "ওঁর বিয়ের খবর জানতে পেরে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। যখন কারোর ক্রাশ অন্য কাউকে বিয়ে করে সেই ঘটনা একদমই স্বাভাবিক। সেই সময়েও আমি ওঁর সঙ্গে কথা বলতাম। কখনই বুঝতে পারিনি যে ওঁর বিয়ে হয়ে যাবে।"

শাহতাজ আরও জানান, শাদাব তাঁর অনুভূতির বিষয়ে সম্যক অবহিতও ছিলেন। যেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে শাদাব বলেন, "যা দাবি করা হচ্ছে, মোটেও সেরকম নয়।" অন্য অভিনেত্রী নাওয়াল সাঈদ আবার দাবি করেন, তাঁকেও কোনও এক ক্রিকেটার টেক্সট করেন।

pakistan Pakistan Cricket Actress Pakistan Cricket Team
Advertisment