রাস্তায় চানা বিক্রেতা বিশ্বকাপ কাঁপানো পাক ক্রিকেটার! ভাইরাল ভিডিওয় মুহূর্তেই শোরগোল

পাকিস্তানের তারকা ক্রিকেটারকে ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে চানা বিক্রি করতে। সেই ভিডিও তারপরেই ভাইরাল।

পাকিস্তানের তারকা ক্রিকেটারকে ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে চানা বিক্রি করতে। সেই ভিডিও তারপরেই ভাইরাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ক্রিকেট ভক্তদের কাছে এখনও স্মৃতিতে টাটকা ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা সেই স্পেল। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সেরা স্পেল হিসাবে ইতিমধ্যেই আখ্যা পেয়ে গিয়েছে। ওয়াহাব রিয়াজ বনাম শ্যেন ওয়াটসনের সেই ডুয়েল এখনও মনে পড়ে ক্রিকেট ভক্তদের।

Advertisment

শুধু ২০১৫-তেই নয়, ২০১১ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মোহালিতে দুরন্ত স্পেল উপহার দিয়েছিলেন পাক তারকা। সেই ম্যাচে ভারত জিতলেও ওয়াহাব রিয়াজ একাই পাঁচ উইকেট দখল করে তুমুল প্রশংসিত হয়েছিলেন। ওয়ানডে ক্রিকেটে সেটাই ছিল পাক স্পিডস্টারের ইনিংসে পাঁচ শিকারের নজির।

আরও পড়ুন: যেন স্পাইডারম্যান! অবিশ্বাস্য এক হাতের ক্যাচে আউট পূজারা, দেখুন বিস্ময়কর ভিডিও

Advertisment

তবে সম্প্রতি ওয়াহাব রিয়াজকে পাকিস্তানের রাস্তায় সম্পূর্ণ অন্য অবতারে ধরা দিলেন। ক্রিকেট বল হাতে পরিচিত ভঙ্গিতে নয়, বরং ওয়াহাব রিয়াজকে চানা বিক্রি করতে দেখা গেল। নিজের টুইটার একাউন্টে ওয়াহাব সেই ভিডিও শেয়ার করে মজাদার ক্যাপশন লেখেন ওয়াহাব। তিনি লেখেন, "তোমার চানা ওয়ালা চাচা। প্রত্যেকে জানাও কী বানাবো, কতটা বানাবো!"

সেই ক্যাপশনে তিনি আরও জানিয়েছেন, চানাওয়ালার স্মৃতি কীভাবে তাঁকে শৈশবের ঘটনার কথা মনে পড়িয়ে দেয়। "বেশ কিছুক্ষণ এভাবে কাটাতে ভালই লাগল। হাতে টানা এই গাড়ি আমার শৈশবের ঘটনা মনে পড়িয়ে দিল।" শেয়ার করার পরেই ওয়াহাবের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়।

যাইহোক, প্রায় এক বছরের উপর হয়ে গেল, ওয়াহাব রিয়াজ জাতীয় দলের বাইরে। পাকিস্তানের জার্সিতে শেষবার ওয়াহাবকে দেখা গিয়েছিল ২০২০ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে। তবে ওয়ানডেতে খেলেছেন মাসখানেক আগে জিম্বাবোয়ের বিপক্ষে। টেস্টে চার বছর জাতীয় দলের বাইরে ওয়াহাব। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৮-য় শেষবার পাঁচ দিনের ক্রিকেটে খেলেছিলেন তিনি।

পাকিস্তান সুপার লিগে তিনি পেশোয়ার জালমির হয়ে খেলেন। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan Pakistan Cricket Cricket News