Advertisment

Basit Ali on BCCI stance: ভারত ভুগবে, সমস্যায় পড়বেন জয় শাহ! BCCI-কে সরাসরি হুমকি পাক ক্রিকেটারের

Basit Ali on BCCI stance: নিরবতাই সেরা উত্তর, বলছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। রোহিত শর্মার চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনে অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন বাসিত আলি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma to visit Pakistan

India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত-পাকিস্তান সংঘাত চরমে (টুইটার)

Basit Ali on BCCI stance: ভারতের অধিনায়ক রোহিত শর্মার চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্ভাব্য অনুপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি এই প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, "নীরবতাই হল সেরা উত্তর।"

Advertisment

লাহোরে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন অনুষ্ঠান হতে চলেছে কয়েক দিনের মধ্যেই। যেখানে অংশ নিয়েছিলেন পাকিস্তান সহ বাকি সমস্ত অংশগ্রহণকারী দেশের অধিনায়ক, আইসিসি-র অন্যান্য কর্মকর্তারা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রতিনিধিদের হাজির থাকার কথা। তবে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সম্ভাবনা প্রবল ভারতীয় ক্রিকেট দলের কোনও প্রতিনিধির, বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মার।

এমন পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভারত অহেতুক পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় ক্ষেত্রে বিবাদে জড়াচ্ছে।

এ বিষয়ে বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, "ভারত তাদের জার্সিতে পাকিস্তানের নাম ছাপাতে অস্বীকার করেছে, এবং রোহিত শর্মা পাকিস্তানে সফর করবেন না। কিন্তু আপনি কেন বিরক্ত হচ্ছেন? নীরবতাই সেরা উত্তর।" "যদি ওঁরা নাম ছাপাতে না চায়, তবে তা না করুক। যদি রোহিত শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে আসতে না চান, তবে না আসুন। ব্যাপারটা এতটাই সহজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উচিত বিসিসিআই-কে একটি ইমেল লেখা এবং নিজেদের প্রতিবাদ লিপিবদ্ধ করা। এর বেশি আমাদের কিছু করা উচিত নয়।"

Advertisment

"তবে এতে পাকিস্তানের কোনো ক্ষতি হবে না, বরং বিশ্ব ক্রিকেট এবং জয় শাহের জন্য সমস্যা তৈরি করবে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। সুতরাং, পাকিস্তানও ভারতের নাম জার্সিতে ছাপাতে অস্বীকার করতে পারে। এমনকি আমাদের অধিনায়কও সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আমরাও একই কাজ করতে পারি।"

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তাজনিত কারণ নিয়ে ভারতীয় বোর্ড সরব হয়েছে একাধিকবার। ক্রিকেট অনুরাগীরা আশা করছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সমস্যা পেরিয়ে শেষ পর্যন্ত একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করতে পারবে বিশ্ব।

pakistan Champions Trophy Pakistan Cricket Indian Cricket Team india pakistan India-Pakistan India Vs Pakistan match Pakistan Cricket Team Team-India Team India Pakistan Cricket Board (PCB)
Advertisment