নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ইংল্য়ান্ডের জয়ের সঙ্গেই পাকিস্তানের বিশ্বকাপ অভিযান প্রায় শেষ। বলতে গেলে তাদের সেমিফাইনালে ওঠা এখন অসম্ভব। যদিও খেলায় অসম্ভব বলে হয়তো কিছু নেই। কিন্তু এক্ষেত্রে সরফরাজ আহমেদদের প্রায় অসাধ্য়সাধনই করতে হবে। নেটিজেনরা পাকিস্তান-বাংলাদেশ ম্য়াচের আগেই সরফরাজদের বিশ্বকাপের 'ডেথ সার্টিফিকেট' লিখে দিয়েছেন। মিমের বন্য়ায় ভেসে গিয়েছে টুইটার। তারই কিছু প্রতিফলন রইল এই প্রতিবেদনে। দেখে নিন পাকিস্তানকে নিয়ে কোন পর্যায় মজা চলছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন: শুধু টসের ওপরেই পাকিস্তানের শেষ চারের ভাগ্য নির্ভর করছে, জানেন কি?
পাকিস্তান যদি তাদের শেষ রাউন্ড-রবিন ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে জেতে, তাহলে তারা নিউজিল্য়ান্ডের সঙ্গে এক পয়েন্টে চলে আসবে। কিন্তু নেট রানরেটের ফারাকটাই তার অতিক্রম করতে পারবে না। ফলে শেষ চারে ওঠা হবে না। এমনকী পাকিস্তান যদি টস হেরে যায়, তাহলে তাদের শেষ চারের আশা তখনই শেষ। কারণ ০ বলে তাদের সেই টার্গেট পূরণ করতে হবে। যা গাণিতিক ভাবে অসম্ভব