ভাইরাল ভিডিও: পিৎজা-বার্গারই সরফরাজদের হারের জন্য দায়ী, চোখের জলে জানালেন পাক সমর্থক

পাকিস্তানের ফ্যানেরা এই হারের জ্বালা কিছুতেই মেনে নিতে পারছেন না। সরফরাজ আহমেদ অ্যান্ড কোং চূড়ান্ত ট্রোলড হয়েছে টুইটারে। সেরকমই কিছু টুইট এই প্রতিবেদনে সাজিয়ে দেওয়া হল।

পাকিস্তানের ফ্যানেরা এই হারের জ্বালা কিছুতেই মেনে নিতে পারছেন না। সরফরাজ আহমেদ অ্যান্ড কোং চূড়ান্ত ট্রোলড হয়েছে টুইটারে। সেরকমই কিছু টুইট এই প্রতিবেদনে সাজিয়ে দেওয়া হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan fans go hysterical on Twitter after losing to India in ICC World Cup 2019

পিৎজা-বার্গারই সরফরাজদের হারের জন্য দায়ী, চোখের জলে জানালেন পাক সমর্থক

৭-০! ফের একবার বিশ্বকাপে ভারতের কাছে হারল পাকিস্তান। রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর এবার পাক বধ করল বিরাট বাহিনী। পাকিস্তানের ফ্যানেরা এই হারের জ্বালা কিছুতেই মেনে নিতে পারছেন না। সরফরাজ আহমেদ অ্যান্ড কোং চূড়ান্ত ট্রোলড হয়েছে টুইটারে। সেরকমই কিছু টুইট এই প্রতিবেদনে সাজিয়ে দেওয়া হল।

Advertisment

আরও পড়ুন: ম্যাচের মাঝেই ‘হাই’ সরফরাজের! ভুড়ি বিতর্কের পরে নয়া বিতর্কে পাক-নেতা

Advertisment

এরই মধ্য়ে এক পাকিস্তানি ফ্যানের ভিডিও ভাইরাল হয়েছে।ম্যাচের পর ওল্ড ট্র্যাফোর্ডের বাইরে দাঁড়িয়ে সেই পাক সমর্থক সরফরাজদের নিন্দা করতে গিয়ে রীতিমত কান্নায় ভেঙে পড়লেন। তাঁর বক্তব্য ম্যাচের আগের রাতে সরফরাজরা পিৎজা-বার্গার খেয়েছেন। যাঁর জন্যই তাঁদের হারতে হয়েছে। তিনি আরও বলছেন যে, দেশের মানুষের আবেগের সঙ্গে ছিনিমিনে খেলেছে পাকিস্তান। পাকিস্তানি খেলোয়াড়রদের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলছেন, তাঁর দেশের খেলোয়াড়রা শুধু দাঙ্গা করতেই পারে।

ভারত-পাকিস্তান ম্যাচেই দেখা গেছে এক অন্য দৃশ্য়। মাঠের মধ্যেই হাই তুলতে দেখা গিয়েছে স্বয়ং পাক-অধিনায়ক সরফরাজকে। রীতিমতো আলস্যের ভঙ্গিতে মাঠে নড়াচড়াও করলেন তিনি। সবমিলিয়ে, ম্যাচের শেষে সবচেয়ে বেশি ট্রোলড হয়েছেন পাকিস্তান অধিনায়ক নিজেই

India pakistan