scorecardresearch

একঘরে পাকিস্তান বয়কটের পথে এশিয়া কাপ! BCCI-এর পাশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানকে একঘরে করল বাংলাদেশ, শ্রীলঙ্কা আফগানিস্তান

একঘরে পাকিস্তান বয়কটের পথে এশিয়া কাপ! BCCI-এর পাশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

পাকিস্তান কিংবা আমিরশাহির গরমে এশিয়া কাপে খেলতে চাইছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকি দেশগুলো। ভারতের আপত্তিতে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যেতে চলেছে শ্রীলঙ্কায়। আগামী কয়েক সপ্তাহেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেপ্টেম্বরে কলম্বোয় ভরা বর্ষাকাল। তাই শ্রীলঙ্কার পাল্লাকেলে এবং ডাম্বুলায় ফেলা হতে পারে এশিয়া কাপের ম্যাচ।

এশিয়া কাপ পাকিস্তানের মাটি থেকে সরে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ভারত ইতিমধ্যেই এই ইস্যুতে পাকিস্তানকে কোণঠাসা করে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সমর্থন আদায় করে নিয়েছে। তবে বৃহত্তর।প্রেক্ষাপটে বিষয়টি বেশ আতঙ্কজনক। পাকিস্তান আগেই দাবি করেছিল, কোনওভাবে এশিয়া কাপের আয়োজন থেকে তাঁদের বঞ্চিত করা হলে ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে তাঁরা। এমনকি এশিয়া কাপ পাক মুলুক থেকে সরলে পাকিস্তান সরে দাঁড়াতে পারে সেই টুর্নামেন্ট থেকেও।

২০২২-এর এশিয়া কাপ আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। টি২০ ওয়ার্ল্ড কাপের আগে সেই টুর্নামেন্ট হওয়ায় টি২০ ফরম্যাটেই খেলা হয়েছিল সেই টুর্নামেন্ট। আসন্ন আইসিসি ইভেন্টের ওপর নির্ভর করে এশিয়া কাপের ফরম্যাট বদলানো হয়। গত বারের টি২০ ফরম্যাটের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। শেষবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হয়। দুবাইয়ে ফাইনালে ভারত হারিয়েছিল বাংলাদেশকে।

পাকিস্তান এশিয়া কাপে অংশগ্রহণ করলে ছয়দলীয় টুর্নামেন্ট হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান বাদে নেপাল এই টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে এসিসি প্রিমিয়ার কাপ জিতে। সেপ্টেম্বরের ২ থেকে ১৭ তারিখের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজিত হতে পারে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Pakistan likely to boycott asia cup 2023 after bcci gains support from sri lanka bangladesh afghanistan