/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/ind-pak.jpg)
ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধের উত্তাপ পৌঁছে গেল অন্য উচ্চতায়। বিশ্বকাপ খেলতে ভারতে আসবেই না পাকিস্তান। এমনটাই আপডেট ঘিরে তুঙ্গে উঠল ময়দানি জল্পনা। ভারত নয়, বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান নাকি খেলবে নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে!
এশিয়া কাপ খেলতে ভারত সরাসরি পাকিস্তানে যেতে অস্বীকার করেছে। এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বিসিসিআই সচিব জয় শাহ সরাসরি বলে দিয়েছিলেন, ভারত কোনওভাবেই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না।
পাল্টা কয়েক মাস আগে পিসিবির তরফে হুমকি দেওয়া হয়, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে পাক দলও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কট করবে।
The General Manager of ICC, Wasim Khan, believes Pakistan won’t play their matches in India during the World Cup. Pakistan will play their games in a neutral venue just like India played their partners in a neutral venue during the Asia cup. #WasimKhanpic.twitter.com/1QOmHv0gtC
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) March 29, 2023
শেষমেশ আইসিসির মধ্যস্থতায় ঠিক হয় ভারত এশিয়া কাপে অংশ নেবে। তবে পাকিস্তানে খেলতে যাবে না। বরং কোনও নিউট্রাল ভেন্যুতে টুর্নামেন্টে অংশ নেবে। এই সূত্র ধরেই এবার পাকিস্তান ভারতের বদলে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ খেলতে চলেছে।
আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান পাকিস্তানের এক স্থানীয় প্রচারমাধ্যমে বলে দিয়েছেন, "এশিয়া কাপে ভারতের ম্যাচ পাকিস্তানে হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নই। তবে নিউট্রাল ভেন্যুতে সম্ভবত টুর্নামেন্ট আয়োজিত হবে। একইভাবে মনে হয়না, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে। মনে হয় পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ কোনও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হবে। ভারতের এশিয়া কাপের ম্যাচের মত।"