বিতর্কিত ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান ক্রিকেট। তাঁর বলে ক্যাচ মিস করায় সতীর্থ কামরান গুলামকে সপাটে চড় মেরে বসলেন পাকিস্তানের জাতীয় দলের তারকা হ্যারিস রউফ। পাকিস্তান সুপার লিগে খেলা চলছিল পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স-এর মধ্যে।
পেশোয়ারের ইনিংস চলাকালীন হ্যারিস রউফের বলে ক্যাচ তুলেছিলেন মহম্মদ হ্যারিস। তবে সেই ক্যাচ মিস করে বসেন কামরান গুলাম। তারপরেই চটে গিয়ে হ্যারিস রউফ চড় মারেন তাঁকে।
হঠাৎ এমন ঘটনায় কামরান গুলাম বিব্রত হয়ে পড়লেও, সেভাবে প্রতিক্রিয়া জানাননি। পরে হ্যারিস রউফকে দেখা যায় নিজের কৃতকর্মের ভুল বুঝতে পেরে সতীর্থকে আলিঙ্গন করতে।
আরও পড়ুন: কেউ কেনেনি নিলামে! অবিক্রিত রায়নার বৈপ্লবিক আর্জি সৌরভের বোর্ডের কাছে, দেখুন ভিডিও
রউফ গোটা ঘটনার জন্য অনুতপ্ত হলেও সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অনেক ক্রিকেট সমর্থকই রউফের শাস্তি চেয়ে সরব হয়েছেন। ম্যাচ সুপার ওভারে জিতে নেয় পেশোয়ার জালমি। রউফকে ম্যাচ রেফারি আলি নকভি সতর্ক করেন। হ্যারিস রউফ ৩৬ রানে ৪ উইকেট দখল করেন। তবে এই ঘটনা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তান সুপার লিগের প্ৰথম সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় পায় লাহোর কালান্ডার্স। ক্যাপ্টেন শাহিন আফ্রিদি শেষ ওভারে ২৩ রান তোলেন। লাহোর কালানদার্স ২০ ওভারে ১৫৮/৮ তোলার পরে পেশোয়ারও ১৫৮/৭ তুলে স্কোর টাই করে দেয়। পিএসএলের গ্রুপ পর্বে লাহোর এবং পেশোয়ার দুই দল-ই ১২ পয়েন্টে শেষ করল। তবে পেশোয়ারের থেকে নেট রান রেটে এগিয়ে গ্রুপ শেষ করল লাহোর।
বুধবার লিগের পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা দল মুলতান সুলতানসের মুখোমুখি হবে লাহোর, ফাইনালে ওঠার লড়াইয়ে। মুলতান-লাহোর ম্যাচের পরাজিত দল আবার দ্বিতীয় এলিমিনেটর খেলে ফাইনালে উঠতে পারবে। প্ৰথম এলিমিনেটরে পেশোয়ার আবার বৃহস্পতিবার খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।