বিশ্বকাপে 'আনপ্রেডিক্টেবল' বলা হচ্ছে তাদের। এই শব্দবন্ধের সুনাম রাখল পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা মুখ থুবড়ে পড়ল। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রান তুলল তারা। ২১.৪ ওভারে গুটিয়ে সরফরাজ আহমেদ অ্যান্ড কোং। জবাবে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ ১৩.৪ ওভার ব্যাট করে সাত উইকেটে ম্যাচ জিতে নিল।
পাক ইনিংসের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, মাত্র তিন জন ক্রিকেটার দুই সংখ্যার স্কোর করতে পেরেছে। তাঁদের মধ্যে একজন ওয়াহাব রিয়াজ। ১০ নম্বরে ব্যাট করতে এসে ১৮ রান করেন এই অভিজ্ঞ বোলার। ফখর জামান ও বাবর আজম ২২ রান করে যোগ করেন। প্রথম ম্যাচেই লজ্জার হার পাকিস্তানের। এই প্রতিবেদনে রইল বিশ্বকাপে তাদের ক্ষুদ্রতম ইনিংসের ইতিহাস।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: মসনদে এখন শুধুই ‘ক্রিস দ্য লায়ন’, সিংহাসন হারালেন মিস্টার ৩৬০
১০৫, বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রান করেছিল তারা। তারপর এই রান দেখতে হল পাকিস্তানকে।
৩৬.২ ওভার হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের তাদের হারিয়েছে । বাকি থাকা বলের বিচারে হারের মূল্যায়ন করলে দেখা যাবে ওয়ান-ডে ক্রিকেটে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া ১৭৯ বল হাতে রেখে পাকিস্তানকে হারিয়েছিল।
১০৫, বিশ্বকাপের ইতিহাসে ২১ তম সর্বনিম্ন স্কোর। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির দিকে তাকালে দেখা যাবে এটা অষ্টম সর্বনিম্ন স্কোর।
২১.৪ ওভার, বিশ্বকাপে পাকিস্তানের ক্ষুদ্রতম ইনিংসের ইতিহাস লিখল। ৯২ সালে তারা ৪০.২ ওভার খেলে ৭৪ করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে।
২১.৪ ওভার, পাকিস্তানের ওয়ান-ডে ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম ইনিংস। ১৯৯৩ সালে কেপ টাউনে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তারা ১৯.৫ ওভার ব্যাট করেছিল।
১১, টানা ওয়ান-ডে ম্যাচ হারার সংখ্যা পাকিস্তানের। সবচেয়ে বেশি সময় ধরে হারার রেকর্ড তাদের। চলতি বছর ৩০ জানুয়ারির পর আর ওয়ান-ডে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এই ফর্ম্যাটে হতশ্রী সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে তারা। এর আগে ১৯৮৭-র অক্টোবর থেকে মার্চের ১৯৮৮ পর্যন্ত এরকম দুর্দশা হয়েছিল পাকিস্তানের।
৩, আইসিসি-র তিনটি মেজর টুর্নামেন্ট জিতেছে পাকিস্তান। প্রতিবারই প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তারা। ১৯৯২ বিশ্বকাপে ওয়েস্টে ইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছিল তারা, ২০০৯ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৪৮ রানে হারে তারা। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত ১২৪ রানে হারিয়েছিল সরফরাজদের।
১০৫, নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় সর্বনিম্ন ওয়ান-ডে স্কোর। ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৮৩ রান করেছিল এর আগে।