Advertisment

Shan Masood slams journalist: কবে বিদায় নিচ্ছ! সাংবাদিকের সরাসরি প্রশ্নে মেজাজ হারিয়ে বিস্ফোরণ ক্যাপ্টেন শন মাসুদের

PAK vs WI: পাকিস্তানের আড়াই দিনে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপরেই সাংবাদিক সম্মেলনে অপ্রীতিকর প্রশ্নের মুখে পাক ক্যাপ্টেন শন মাসুদ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shan Masood slams journalist

Shan Masood slams journalist: সাংবাদিককে একহাত নিলেন পাক অধিনায়ক শান মাসুদ (টুইটার)

Pakistan Captain Shan Masood slams journalist: ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয়ভাবে দ্বিতীয় টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান। তারপরেই সাংবাদিকদের একহাত নিলেন পাক ক্যাপ্টেন শন মাসুদ। সাফ বলে দিলেন, কোনওভাবেই যেন ক্রিকেটারদের অসম্মান না করা হয়।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন শন মাসুদকে জিজ্ঞাসা করা হয়, তিনি স্বেচ্ছায় সরে দাঁড়াবেন, নাকি তাঁকে সরিয়ে দেওয়া হবে। প্ৰথমে পাক অধিনায়ক এই প্ৰশ্ন উপেক্ষা করেন। পরবর্তী প্রশ্ন জানতে চান। তারপরে ক্ষিপ্ত মাসুদ সেই সাংবাদিককে একহাত নেন। বলে দেন, "আপনি যদি তথ্য নির্ভর কথা বলতে চান, সাগ্রহে জিজ্ঞাসা করুন। কিন্তু আপনার তথ্য অসম্পূর্ণ।"

"আপনার নিজস্ব মতামত থাকতেই পারে। সেটা আমি সম্মান করি। কিন্তু আপনার প্রশ্ন অসম্মানে পরিপূর্ণ। আপনি কোনওভাবেই আমাকে, প্লেয়ারদের অসম্মান করতে পারেন না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি কাউকে নীচে নামাতে চান, সেটা ঠিক। তবে আমরা সকলেই পাকিস্তানি ক্রিকেটার।"

মাসুদ আরও জানিয়েছেন, পিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবিদার। বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই সকলে মেনে এসেছে এতদিন। "আপনার পুরো বিষয় প্ৰথমে বুঝতে হবে যে আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। প্রত্যেকেই গুগল করতে পারে। আমরাও চেষ্টা করছি। আমরা ঘরের মাঠে গত চার টেস্ট সিরিজের তিনটিতেই জিতেছি।" বলে দেন তিনি।

Advertisment

তৃতীয় দিন পাকিস্তানের জয়ের জন্য টার্গেট ছিল আরও ১৭৮ রান। তবে জোমেল ওয়ারিক্যানের বাঁ হাতি ঘূর্ণি পাকিস্তানের দ্রুত পতন ঘটিয়ে দেয়। ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে প্ৰথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

জোমেল ওয়ারিক্যান দুই টেস্ট সিরিজ শেষ করলেন ১৯ উইকেট নিয়ে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহে ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে সর্বনিম্ন স্থানে ফিনিশ করল।

West Indies Test cricket Pakistan Cricket Pakistan Cricket Team West Indies Cricket Team Pakistan Cricket Board (PCB)
Advertisment