Advertisment

Babar Azam: বিয়ে করে নিলেই ফর্মে ফিরবে বাবর! পাক ক্যাপ্টেনকে নিয়ে চরম রসিকতা প্রাক্তন তারকার

Babar Azam Marriage advice: কেরিয়ারের সবথেকে খারাপ ফর্মের মধ্যে দিয়ে চলেছেন বাবর আজম। জাতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ার দাবিও জোরালো হয়ে উঠেছে বাংলাদেশের কাছে পাকিস্তান হোয়াইটওয়াশ হওয়ার পর।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

ভারতের বিরুদ্ধে ম্যাচের পর বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানি ক্রিকেটাররা (টুইটার)

Babar Azam Marriage advice: খারাপ ফর্ম চলছে। আর খারাপ ফর্ম কাটিয়ে ওঠার একটাই দাওয়াই। তা হল বিয়ে করে নেওয়া। বাবর আজমকে এমনই অদ্ভুত পরামর্শ দিলেন পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।

Advertisment

কেরিয়ারের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছেন বাবর আজম। বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দুই টেস্টের সিরিজে তারকা ব্যাটার চার ইনিংসে করেছেন মাত্র ৬৪ রান। এর মধ্যে প্ৰথম টেস্টের প্ৰথম ইনিংসে সিলভার ডাক-ও রয়েছে তাঁর পকেটে।

বাবরের খারাপ ফর্মের কারণেই বাংলাদেশ ২-০'এ হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দলকে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরি এসেছিল নেপালের বিরুদ্ধে। টেস্টে শেষবার শতরান হাঁকিয়েছিল ২০২২-এ নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে। তারপর স্রেফ ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাঁর।

বাবরকে এমন খারাপ ফর্ম কাটানোর দাওয়াই দিয়ে বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, "বাবর আজম বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। বিয়ে করলে ও পুরো বদলে যাবে। একজন প্লেয়ার যখন পারফর্ম করেন না, তাঁর মনের মধ্যে কী চলে, সেটা ভালোভাবেই জানি। বাবরের বাবা-মাকে অনুরোধ করছি ওঁর বিয়ের বন্দোবস্ত করার জন্য। একজন বড় দাদার মত বলতে চাই, ভাই বিয়ে করে নাও, বয়স হয়ে গিয়েছে।"

বাসিত আলি আরও বলেছেন, পাকিস্তানের এই সিরিজ হার দলের জন্য উঠে আসার সঙ্কেত। যা হয়ত ভবিষ্যতের জন্য ভালোই হবে। "এটা পাকিস্তান ক্রিকেটের জন্য ওয়েক আপ কল। এর থেকে খারাপ ফল আর হতে পারে না। বাংলাদেশের বিপক্ষে হারের পরেও যদি ঘুম না ভাঙে, তাহলে নেপাল, আফগানিস্তানের মত দলের বিরুদ্ধেই কেবল টেস্ট খেলা উচিত। পাকিস্তান একটা শিক্ষা নিয়েছে যেটা তাঁদের ভালোই হবে।"

পাকিস্তানের সামনে আপাতত চ্যালেঞ্জ আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য যে সিরিজ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড শেষবার যখন পাকিস্তানে এসেছিল, সেই সময় ৩-০ হোয়াইটওয়াশ করে পাক দলকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ ফর্মে রয়েছে ইংরেজরা। ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে ভালো ফলাফল করার জন্য বাবর আজমের ফর্মে ফেরা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে করছেন বাসিত আলি।

Pakistan Cricket Pakistan Cricket Team Babar Azam
Advertisment