New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/babar-rizwan.jpg)
পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে হার্ভার্ডে হাজির হলেন দুই পাক তারকা
হার্ভার্ডে গিয়ে সময়টা ভালোই কাটালেন পাকিস্তানের জাতীয় দলের দুই তারকা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। হার্ভার্ড বিজনেস স্কুলে সম্প্রতি নিজেদের নাম নথিভুক্ত করেছেন দুই পাক তারকা। ক্রীড়া, গণমাধ্যম, খেলাধুলো বিষয়ে হাভার্ডের একজিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে নাম লিখিয়েছেন দুজনে। বস্টনের ম্যাসাচুসেটসে বিশ্বখ্যাত এই ইনস্টিটিউটিশনে এডুকেশন প্রোগ্রাম হয়ে গেল ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত।
নিজেদের স্পেশ্যাল সেশনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম। টুইটারে ছবি পোস্ট করে লিখেছেন, "বেশ কয়েকজন চিন্তাশীল দৃঢ়চেতা মানুষের সঙ্গে সাক্ষাৎ হল যাঁরা এই বিশ্বকে বদলাতে চান।"
Met some thoughtful committed people ready to change the world.#Harvard pic.twitter.com/ofRycvI3VX
— Babar Azam (@babarazam258) June 3, 2023
বাবরের একজন মহিলা সহপাঠিনী ছবি পোস্ট করে লিখেছেন, "ক্রিকেটার হিসাবে নিজের পরবর্তী কেরিয়ার খুঁজছি।" উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান হাভার্ড বিজনেস স্কুলের একজন শিক্ষককে পবিত্র ধর্মগ্রন্থ কোরান উপহার দিয়েছেন।
Babar And Rizwan with their classmate. Both inspire more people towards cricket ♥️💯. #BabarAzam pic.twitter.com/bZREM55nlk
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) June 4, 2023
Rizwan is doing what he is best at, Ma Sha Allah spreading Islam🥹♥️. #MohammadRizwan pic.twitter.com/9xc1I2bSnj
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) June 4, 2023
এর আগে একাধিক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ এই এডুকেশন প্রোগ্রামে এসেছেন। কাকা, এদুইন ভ্যান ডার সার, জেরার্ড পিকে, অলিভার কানদের মত নক্ষত্রদের সঙ্গে দেখা গিয়েছে এনবিএ সুপারস্টার ডার্ক নুইচজি, ক্রিস পল, পল গ্যাসলকে।
Read the full article in ENGLISH