Advertisment

Bangladesh unrest: বাংলাদেশি হিন্দুদের বাঁচাতে সেনা নামাক ভারত, আগুন জ্বালিয়ে মন্তব্য পাকিস্তানি সুপারস্টারের

Bangladesh hindu killings: বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মুহূর্তকে তুলে ধরে গত ৫ আগস্ট, সেদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ওয়াজেদ ইস্তফা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকাতে জড় হওয়া আন্দোলনকারীরা শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়ে। আর, সেখানে লুঠপাট চালায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh violence, Indian Army

Bangladesh violence-Indian Army: বাংলাদেশে ভারতীয় সেনা নামানোর দাবি জোরালো হচ্ছে (টুইটার এবং স্ক্রিনগ্র্যাব)

Bangladesh Hindu genocide: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া পড়ল পাকিস্তানের ক্রিকেটারের মনেও। ওই পাকিস্তানি ক্রিকেটার বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে ভারতীয় সেনার কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন। শুধু এতেই ক্ষান্ত না হয়ে পাকিস্তানের ওই ক্রিকেটার ভারতের অভ্যন্তরের বিপদ সম্পর্কেও মোদী সরকারকে সচেতন করে দিয়েছেন। ওই পাকিস্তানি ক্রিকেটারের নাম দানিশ কানেরিয়া। তিনি পাকিস্তানের প্রাক্তন স্পিনার।

Advertisment

বাংলাদেশে বর্তমানে হিংসা চলছে। আর, সেই হিংসায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সেদেশের হিন্দুরা। যাঁরা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়। হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিমা ধ্বংস করে মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে। লোকজনকে অস্ত্রের কোপ মারা হয়েছে। হিন্দু নারীদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। সেই সমস্ত ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তারই প্রতিক্রিয়াতে দানিশ এক্স বার্তায় নিজের বক্তব্য জানিয়েছেন।

তিনি এক্সবার্তায় লিখেছেন, 'ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ করার সময় এসেছে।' শুধু একথা লেখাই নয়, দানিশ তাঁর বার্তায় তুলে এনেছেন বাবা বানারসের বার্তাও। সেখানে বাবা বানারস লিখেছেন, 'আজ বাংলাদেশে, যখন কট্টরপন্থী ইসলামপন্থীরা হিন্দু নারীদের রেপ করছে, হিন্দুদের হত্যা করছে এবং হিন্দুদের বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দিচ্ছে, বিশ্বাস করুন- তারা কোন জাতপাত জিজ্ঞাসা করছে না। আপনি হিন্দু, তাদের জন্য এটাই যথেষ্ট।'

বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় মুহূর্তকে তুলে ধরে গত ৫ আগস্ট, সেদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ওয়াজেদ ইস্তফা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকাতে জড় হওয়া আন্দোলনকারীরা শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়ে। আর, সেখানে লুঠপাট চালায়। অভিযোগ ওঠে, বাংলাদেশকে এভাবে অশান্ত করার মূলে আমেরিকা এবং পাকিস্তানের হাত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে পর্যন্ত এই রাজনৈতিক পালাবদলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের জড়িত থাকার অভিযোগ করেছেন।

আর, তারই প্রেক্ষিতে দানিশ কানেরিয়া এক্স-এ বার্তা দিয়েছেন, 'ভারত, সাবধান হও! তোমার দেশেও বাংলাদেশের মত ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে। যে সব সংস্থা ভারতকে ভিতর থেকে অশান্ত করে তোলার চেষ্টা চালাচ্ছে, তাদের থেকে দেশকে রক্ষার ব্যবস্থা কর।' এর পাশাপাশি, বাংলাদেশি হিন্দুদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করে দানিশ কানেরিয়া লিখেছেন, 'বাংলাদেশি হিন্দুদের রক্ষার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। আমরা মৌলবাদীদের হাতে আমাদের ভাই-বোনদের ছেড়ে দিতে পারি না।'

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের মোট ২৭টি জেলায় হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার হয়েছে। খুলনার মেহরপুরের ইস্কন মন্দির এবং একটি কালী মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ইস্কনের মুখপাত্র যুধিষ্ঠির দাস টুইট করেছেন, 'আমাদের ভাড়ায় নেওয়া ইস্কনের মেহেরপুর কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে যে ভক্তরা থাকতেন, তাঁরা কোনওরকমে পালিয়ে বেঁচেছেন।'

Bangladesh Bangladesh Violence pakistan Bangladesh Quota Protest Pakistan Cricket
Advertisment