/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Dhoni_pak.jpg)
পাকিস্তানি পেসার হ্যারিস রউফ সম্ভবত জীবনের সেরা উপহার পেয়ে গেলেন। তা-ও আবার মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে। চলতি বিগব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছেন পাক তারকা। তিনি টুইটারে জানিয়ে দিলেন, ধোনি তাঁকে সাত নম্বর জার্সি উপহার দিয়েছেন।
টুইটারে ধোনির সঙ্গেই রউফ ধন্যবাদ জানিয়েছেন সিএসকের টিম ম্যানেজার রাসেলকে। টুইটারে তিনি লিখেছেন, "কিংবদন্তি এবং ক্যাপ্টেন কুল নিজের ৭ নম্বর সুন্দর জার্সি উপহার দিয়ে আমাকে সম্মানিত করেছেন। দুরন্ত মহানুভবতার জন্য ৭ নম্বর অসংখ্য হৃদয় জিতছে। সাহায্যের জন্য রাসেল তোমাকেও ধন্যবাদ।"
The legend & capt cool @msdhoni has honored me with this beautiful gift his shirt. The "7" still winning hearts through his kind & goodwill gestures. @russcsk specially Thank you so much for kind support. pic.twitter.com/XYpSNKj2Ia
— Haris Rauf (@HarisRauf14) January 7, 2022
হ্যারিস রউফ কেরিয়ারে কখনও ধোনিকে বল করার সুযোগ পাননি। অক্টোবরে টি২০ বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথে তিনি খেলেছিলেন। ধোনি আবার কুড়ি কুড়ি বিশ্বকাপে ভারতের মেন্টর হয়েছিলেন। ভারতের বিপক্ষে দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্পিডস্টার। নিজের ৪ ওভারের কোটায় মাত্র ২৫ রান খরচ করেন। আউট করেন হার্দিক পান্ডিয়াকে।
আরও পড়ুন: পাকিস্তানে কোটি কোটি টাকা গড়াপেটার অফার! হৈচৈ ফেলল ওয়ার্নের বিষ্ফোরক স্বীকারোক্তি
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পরে ধোনিকে আবার বাইশ গজে দেখা যাবে সিএসকের জার্সিতে আসন্ন আইপিএলে। চেন্নাইকে আরও একবার নেতৃত্ব দেবেন তিনি। নিলামের আগে সিএসকের দ্বিতীয় রিটেনশন হয়েছেন তিনি। এপ্রিল থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ধোনির বেতন হতে চলেছে ১২ কোটি টাকা।
অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলে পাকিস্তানের জার্সিতে হ্যারিস রউফকে দেখা যাবে ঘরের মাঠে মার্চে সীমিত ওভারের ক্রিকেটে, অজিদের বিপক্ষে। ২০১৯/২০ মরশুমে বিবিএলে প্ৰথম সুযোগেই নজর কেড়েছিলেন রউফ। চলতি মরশুমে মাত্র দুটো ম্যাচে খেলেছেন তিনি। তিনটে উইকেট করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে হ্যারিস রউফ মোট ৫৫ উইকেট শিকার করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন