Advertisment

Babar Azam Slams Pakistan Middle Order: এই তারকাদের জন্যই সিরিজ হার পাকিস্তানের! ইংল্যান্ডের কাছে লজ্জার পরেই অভিযোগের বন্যা ক্যাপ্টেন বাবরের

Pakistan vs England T20 Series 2024: ম্যাচ হারের জন্য ক্যাপ্টেন বাবর আজম এবার সিরিজ শেষেই আঙুল তুললেন দলের ব্যাটারদের দিকে। সাংবাদিক সম্মেলনে বাবর আজম বলে দিয়েছেন, "প্ৰথম ছয় ওভারে খুব ভালো খেললাম। তবে এরপরে পরপর উইকেট হারানোয় পুরো মোমেন্টামটাই হারিয়ে ফেললাম আমরা।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam Slams Pakistan Middle Order:

Babar Azam Slams Pakistan Middle Order: হেরে নিজের দলকেই একহাত নিলেন বাবর আজম (টুইটার)

PAK vs ENG T20I Series 2024: সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ-ও জিতে নিয়েছে ইংল্যান্ড। ২-০ ব্যবধানে বিশ্বকাপের আগে পাকিস্তানকে সিরিজে হারাল ইংরেজরা। বৃষ্টিবিঘ্ন ঘটালেও পাকিস্তানকে হারাতে কার্যত কোনও ঘাম ঝড়াতে হয়নি জস বাটলারদের।

Advertisment

আর ম্যাচ হারের জন্য ক্যাপ্টেন বাবর আজম এবার সিরিজ শেষেই আঙুল তুললেন দলের ব্যাটারদের দিকে। সাংবাদিক সম্মেলনে বাবর আজম বলে দিয়েছেন, "প্ৰথম ছয় ওভারে খুব ভালো খেললাম। তবে এরপরে পরপর উইকেট হারানোয় পুরো মোমেন্টামটাই হারিয়ে ফেললাম আমরা। আমাদের মিডল অর্ডারকে এগিয়ে আসতে হবে। মিডল এবং ডেথে ভালো ২-৩ ওভার খেলতেই হবে। তাছাড়া ইংল্যান্ড খুব ভালো বল করেছে। আশা করি, বিশ্বকাপে আমরা এরকম পারফর্ম করব না। চোট আঘাতের জন্য আমরা দলে বেশ কয়েকটা বদল ঘটিয়েছিলাম। পাওয়ার প্লেতে আমরা ভালো খেলেছি। তারপর বিচ্ছিন্নভাবে আমরা নিজেদের মেলে ধরেছি।"

ম্যাচে পাকিস্তান শুরুটা মন্দ করেনি। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়েই বাবর আজমরা ৫৯ তুলে দিয়েছিল। জোফ্রা আর্চার বাবরকে (২২ বলে ৩৩) ফেরত পাঠান।

এরপরেই হঠাৎ করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। নয় বলের মধ্য তিন উইকেট হারায় পাকিস্তান। ৮৩/২ থেকে পাকিস্তান আচমকা ৮৬/৫ হয়ে যায়। ১০.৪ ওভারের মাথায় যখন বৃষ্টি নামে, তখন পাকিস্তান ৯১/৫।

ম্যাচ শুরু হওয়ার পর আবার-ও ধাক্কা। লিয়াম লিভিংস্টোন এক ওভারে কোনও রান খরচ না করে জোড়া উইকেট শিকার করে যান। লং অনে ক্রিস জর্ডনের হাতে দুরন্ত ক্যাচের শিকার হয়ে আউট হন উসমান খান। ফিল্ডিংয়ে অপ্রতিরোধ্য ছিল ইংল্যান্ড। পুরো ২০ ওভার ব্যাট করার আগেই পাকিস্তান অলআউট হয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পাওয়ার প্লেতেই ৭৮/০ তুলে দেয়। তবে ডিপে এরপরে হ্যারিস রউফের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফিল সল্ট। হ্যারিস রউফ ৩.৩ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তিন নম্বরে ব্যাট করতে নামানো হয় উইল জ্যাকসকে। জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকেরও আগে। জ্যাকস ২০ করেন।

টি২০ বিশ্বকাপে ফেভারিট হিসাবেই ক্যারিবিয়ান মুলুকে পা রাখবে ইংল্যান্ড দল।

pakistan Pakistan Cricket Team Babar Azam Pakistan Cricket
Advertisment