PAK vs BAN 2nd test: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের ভেন্যু আবারও বদল হল। দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচি থেকে। তবে পিসিবির তরফে জানিয়ে দেওয়া হল, দ্বিতীয় টেস্টও হবে প্ৰথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে।
আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখন থেকেই করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম পুনর্নির্মাণ করা হচ্ছে। রবিবার পিসিবির তরফে বিবৃতিতে বলা হয়, "ভেন্যুর প্রস্তুতি নিয়ে নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। তাঁরা পরামর্শ দিয়েছেন, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের নির্মাণ কাজ চালাতে হবে। এর ফলে ক্রিকেটারদের শব্দ দূষণ-এ সমস্যা হতে পারে। এছাড়াও নির্মাণ কাজের সময় উৎপন্ন হওয়া ধুলো ক্রিকেটার, ম্যাচ আধিকারিক, সাংবাদিক এবং সম্প্রচারের দায়িত্বে থাকা সকলের শারীরিক সমস্যা তৈরি করতে পারে।"
"২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়াম প্রস্তুতির জন্য নির্মাণ কাজ চালিয়ে যেতেই হবে অবিচ্ছিন্নভাবে। পিসিবি সমস্ত বিষয় খতিয়ে দেখে দুটো টেস্টই রাওয়ালপিন্ডিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।"
আগামী অক্টোবরে (১৫-১৯ অক্টোবর) ইংল্যান্ড সিরিজেও একটি টেস্ট ম্যাচ ফেলা হয়েছে করাচিতে। সেই সময়েও যাতে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়, তা নিয়ে পিসিবির তরফে আলোচনা সারা হচ্ছে নির্মাণ বিশেষজ্ঞদের। এবং অবহিত রাখা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডকে।
পিসিবি জানিয়েছে, "এখনই আমরা ১৫-১৯ অক্টোবরের টেস্ট নিয়ে আগাম সিদ্ধান্ত নিচ্ছি না। নির্মাণের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এবং ইসিবিকে আপডেট দেওয়া হচ্ছে।"
অগাস্টের ২১ তারিখ থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে ঘরোয়া সিজন শুরু করছে পাকিস্তান।