PAK vs BAN Match Tickets: মাত্র ১৫ টাকায় বিক্রি হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই টিকিটের মূল্য প্রকাশ করার পর অনেক নেটিজেনই তাতে উপহাস করেছেন। তাঁদের বক্তব্য, 'ওই টাকায় তো এখানে কেবল সিঙাড়া পাওয়া যায়।'
পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমানে তাদের আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুত। সিরিজ ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যে সেই টিকিটের মূল্য নির্ধারণ করেছে। যাকে ঘিরে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার, পিসিবি ঘোষণা করেছে যে টেস্ট ম্যাচের টিকিট অবিশ্বাস্যভাবে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। সবচেয়ে সস্তা টিকিটের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ১৫ টাকা।
পিসিবি এই ঘোষণাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক টিকাটিপ্পনির জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই কটাক্ষের সুরে বলেছেন, ওই ১৫ টাকায় টিকিট দূর। ভারতে কেবল সিঙাড়া পাওয়া যায়। সেই জনপ্রিয় মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, 'ইতনে কা তো ইধার এক সমোসা হি আতা হ্যায়।'
সে যাই হোক। পিসিবির অফিসিয়াল বিবৃতিতে টিকিটের মূল্য কাঠামোর রূপরেখা দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, করাচির ওয়াসিম বারি এনক্লোজারের মত সাধারণ এনক্লোজার সিটের জন্য টিকিটের দাম পাকিস্তানের মুদ্রায় ৫০ টাকা। পাকিস্তানের মুদ্রার মান ভারতীয় মুদ্রার তুলনায় কম। তাই ভারতীয় মুদ্রায় ওই টিকিটের দাম হবে ১৫ টাকা। আর, টিকিটের সর্বোচ্চ দাম করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের (NBS) সম্পূর্ণ হসপিটালিটি বক্সের জন্য। পাকিস্তানি মুদ্রায় যার দাম পড়বে ২.৫০ লক্ষ পাকিস্তানি টাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও বেশি করে দর্শক টানতে টিকিটের দাম কম রেখেছে বলেই পিসিবি জানিয়েছে।
আরও পড়ুন- তারকা ক্রিকেটারের ছেলে জিতলেন জোড়া অলিম্পিক সোনা! দু বছর আগে সাহায্য করেছিলেন শচীন-ই
এই ব্যাপারে পিসিবি লিখেছে, 'উভয় টেস্ট ম্যাচের টিকিট সাশ্রয়ী মূল্যেই রাখা হয়েছে। সর্বনিম্ন রেট শুরু হয়েছে পিকেআর ৫০ (PKR 50) থেকে। যা সাধারণ ঘেরা গ্যালারি বা করাচির ওয়াসিম বারি এনক্লোজারের জন্য প্রযোজ্য। আর, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম (NBS)-এর সম্পূর্ণ আতিথেয়তা বক্সের টিকিটের দাম ধার্য করা হয়েছে পিকেআর ২.৫০ লক্ষ (PKR 250,000)।'
এই ধরনের কম দাম নির্ধারণের সিদ্ধান্তটি স্টেডিয়ামে প্রচুর জনতাকে আকর্ষণ করার লক্ষ্যে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে পাকিস্তানের দর্শকদের মধ্যে। সেই কথা মাথায় রেখে টিকিটের দাম কম রাখা হয়েছে বলেই পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পেরেছে। অবশ্য, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং এশিয়া কাপ ২০২৩-এর মতো অতীতের বিভিন্ন ইভেন্টে পিসিবি করাচির গ্যালারি ভরতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত বলেই সমালোচকদের দাবি।