Pakistan vs Bangladesh Test series live streaming:
বুধবার থেকেই পাকিস্তান ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলতে নেমে পড়েছে। প্ৰথম দিনেই পাকিস্তানকে প্রায় কুপোকাত করে দিয়েছিল বাংলাদেশ। টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে পাকিস্তান একসময় ১৬/৩ হয়ে গিয়েছিল। আব্দুল্লা শফিক, শান মাসুদ এবং বাবর আজম প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপরে হাফসেঞ্চুরিয়ন সায়ুম আয়ুবের সঙ্গে জুটি বেঁধে সাউদ শাকিল ৯৮ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। সায়ুম আয়ুব ফিরে গেলেও মহম্মদ রিজওয়ানের সঙ্গে আরও একটা ১৪২ রানের পার্টনারশিপে (সর্বশেষ আপডেট অনুযায়ী) পাকিস্তানকে শক্তপোক্ত জায়গায় নিয়ে গিয়েছেন সাউদ শাকিল।
এই রোহমর্ষক ম্যাচ অবশ্য ভারতে লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে না। ২০২৩-২০২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এই সিরিজ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বে পাকিস্তান পাঁচ টেস্ট খেলার পর আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে। এর মধ্যে দুটো ম্যাচ জিতেছে পাকিস্তান। হেরেছে তিনটিতে। পয়েন্ট শতাংশ ৩৬.৭। চার টেস্ট খেলে একটিতে জিতে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে।
শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান শেষবার অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরেছিল ০-৩'এ। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে শেষবার টেস্টের আঙিনায় সিরিজ খোঁয়াতে হয় বাংলাদেশকে।
প্রাথমিকভাবে ঠিক ছিল রাওয়ালপিন্ডিতে প্ৰথম টেস্টের পর দুই দল দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলবে করাচিতে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম পূর্নর্নিমান চলছে। তাই রাওয়ালপিন্ডিতেই দুটো টেস্ট খেলবে দুই দল।
পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট স্কোয়াড
প্ৰথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। অলরাউন্ডার আমির জামাল নির্ধারিত সময়ে ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও স্পিনার আবরার আহমেদ এবং ব্যাটার কামরান গুলামকেও রিলিজ করে দেওয়া হয়েছে প্ৰথম টেস্টের আগে।
বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (ভিসি), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান। আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি।
পাকিস্তান টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা। , শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচের সূচি
২১-২৫ আগস্ট, ২০২৪: প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩০ আগস্ট - ৩ সেপ্টেম্বর ২০২৪: দ্বিতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি
পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্টের লাইভ স্ট্রিমিং বিশদ
পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ ভারতে স্ট্রিমিং বা টেলিকাস্ট হবে না। ভারতের কোনও টিভি সম্প্রচার সংস্থা পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সম্প্রচার স্বত্ত্ব কিনতে আগ্রহী হয়নি। তাই ভারতে এই সিরিজের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে না।