New Update
Cricket World Cup 2019, Pakistan Vs New Zealand Highlights: ক্লিনিক্যাল পারফরম্য়ান্সে কিউয়ি বধ পাক বাহিনীর
Excerpts: ICC World Cup 2019, pakistan vs new zealand 2019 Highlights: নিউজিল্যান্ডকে হারিয়ে এজবাস্টনে দুরন্ত জয় পাকিস্তানের। ৬ উইকেটে জিতল সরফরাজ আহমেদ অ্যান্ড কোং।
Advertisment
এজবাস্টনে একেবারে ক্লিনিক্যাল পারফরম্যান্স পাকিস্তানের। ব্য়াটে-বলে বাজিমাত করেই কিউয়িদের ৬ উইকেটে হারাল তারা।এদিন পাকিস্তানের হয়ে বল হাতে কামাল করলেন শাহিন আফ্রিদি ( ২৮ রাতে তিন উইকেট)। ব্য়াট হাতে জাত চেনালেন বাবর আজম। ১২৭ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেললেন তিনি।
দুর্দান্ত শতরান বাবরের!
বলাই বাহুল্য পাকিস্তান জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। হাতে তাদের সাত উইকেট রয়েছে এখনও। এজবাস্টনে পাকিস্তানের জয় এখন সময়ের অপেক্ষা বললেও ভুল হবে না। কোনও অঘটন না-ঘটলে এই ম্যাচে কিউয়িদের প্রত্যাবর্তন আর সম্ভব নয়। বাবর আজমের সেঞ্চুরির প্রতীক্ষায় পাক সমর্থকরা
বাবর আজম দেখতে দেখতে অর্ধ-শতরান করে ফেললেন। হ্য়ারিস শোহেলও সেট হয়ে গিয়েছেন অল্প সময়ের মধ্য়েই। পাকিস্তানের প্রয়োজন ১৬ ওভারে ৯৬ রান। ৩৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে তারা। দেখতে গেলে ম্যাচ পাকিস্তানের হাতের মধ্য়েই রয়েছে। কিন্তু দ্রুত উইকেট পড়ে গেলে ম্য়াচে ফিরে আসবে কিউয়িরা।
অধিনায়কের কামাল! মহম্মদ হাফিজকে তুলে নিলেন কেন উইলিয়ামসন।
ওয়ান-ডে ক্রিকেটে হাশিম আমলার পর দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান পূর্ণ করলেন বাবর আজম। তাঁর আর হাফিজের ব্য়াটে ভর করেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। দেখতে দেখতে ১০০ রান পেরিয়ে গেল তাদের স্কোরবোর্ড। ২৩ ওভারের খেলাও শেষ। এভাবে চলতে থাকলে পাকিস্তানকে কিন্তু আটকানো মুশকিল হয়ে যাবে নিউজিল্যান্ডের।
জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছ বাবর আজম এবং মহম্মদ হাফিজের ব্য়াটে। এই দুই ব্য়াটসম্য়ান কিন্তু ভাল খেলছেন। সেট হয়ে গিয়েছন রীতিমত। উইলিয়ামসন এই জুটিটা ভাঙতে মরিয়া। ১৬ ওভারের খেলা শেষ। পাকিস্তান তুলল ৭১ রান।
ফিরে গেলেন ইমাম! পাকিস্তানের দুই ওপেনার ফিরে গেলেন ক্রিজে। ফার্গুসনের বলে গাপটিলের হাতে ক্য়াচ আউট হয়ে গেলেন ইমাম। ১০ ওভারের খেলা শেষ পাকিস্তান ২ উইকেট হারাল ৪৪ রানে। ক্রিজে এলেন এখন মহম্মদ হাফিজ। কিউয়ি বোলাররা মোটেই পাকিস্তানকে স্বস্তিতে থাকতে দেবে না, তা এখনই টের পাওয়া যাচ্ছে।
প্রথম উইকেট হারাল পাকিস্তান! দ্বিতীয় ওভারের শেষ বলেই বোল্ট তুলে নিলেন জামানকে। মার্টিন গাপটিলের হাতে ক্যাচ আউট হয়ে গেলন তিনি। সম্পূর্ণ মিস টাইমিংয়ের জন্যই প্য়াভিলিয়নে ফিরতে হচ্ছে তাঁকে। ইমামকে সঙ্গ দিতে এলেন পাকিস্তানের স্টার ব্য়াটসম্য়ান বাবর আজম। তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তান তুলল ১৯ রান।
লো-স্কোরিং ম্য়াচ মানেই কিন্তু একটা রুদ্ধশ্বাস পরিণতি আশা করাই যায়। ফখর জামান আর ইমাম-উল-হকের ব্যাটে রান তাড়ার খেলা শুরু পাকিস্তানের। নিউজিল্যান্ডেরও বিশ্ববন্দিত বোলিং লাইন-আপ। এখন দেখার পাকিস্তান অনায়াসে জয় তুলে আনে নাকি নিউজিল্যান্ড নিজেদের অপ্রতিরোধ্য তকমা ধরে রাখে। এক ওভার ব্যাট করে ফেলল পাকিস্তান। তুলল চার রান। ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরির ওপেনিং স্পেলেই ভরসা কেন উইলিয়ামসনের।
জয়ের জন্য পাকিস্তানের টার্গেট রানের। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলল রান। ক্রিজে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন জিমি নিশাম (৯৭)।
৬৪ রান করে ফিরলেন গ্র্যান্ডহোম। রান আউট হয়ে গেলেন তিনি। তাঁর আগে জিমি নিশামের সঙ্গে জুটিতে ১৩২ রান যোগ করে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর কৃতিত্ব তাঁর-ই। ক্রিজে ব্যাট করতে এলেন মিচেল স্যান্টনার। ৪৮ ওভারে নিউজিল্যান্ড ২১৭ । ৬ উইকেটের বিনিময়ে।
নিশামের পরে এবার অর্ধশতরান পূর্ণ করলেন কলিন গ্র্যান্ডহোম। ৬৩ বলে অর্ধশতরানের ইনিংসে ৪টে বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি। ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৮৪ । ষষ্ঠ উইকেটের জুটিতে নিশাম-গ্র্যান্ডহোম ১০০ রানের পার্টনারশিপও গড়ে ফেললেন তাঁরা।
চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করে গেলেন জিমি নিশাম। ৭৭ বলে অর্ধশতরান করে গেলেন তিনি। নিজের ইনিংসে মাত্র ২টো বাউন্ডারি ও ১টা ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি। নিউজিল্য়ান্ডও ১৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল। ৪০ ওভার শেষে কিউয়িরা ১৫২। শেষ ১০ ওভারে কিউয়িরা স্কোরবোর্ডে কত রান তুলতে পারেন, সেটাই দেখার।
অবশেষে ৩১.৩ ওভারে কোনওরকমে ১০০ পেরোল নিউজিল্যান্ড। গ্র্যান্ডহোম (২২ বলে ১৩) ও নিশাম (৫৮ বলে ২৬) রানে ব্যাটিং করছেন। ৩২ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৩। ৫ উইকেটের বিনিময়ে। নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য একটাই। পুরো ৫০ ওভার ব্যাটিং করার চেষ্টা করা। অন্যদিকে, পাকিস্তান মহম্মদ আমিরকে নতুন স্পেলে এনে কিউয়ি ব্যাটিংয়ের লেজটুকু ছেটে ফেলতে চাইবে।
একা লড়ছিলেন উইলিয়ামসন। তাঁকেও এবার ফেরালেন শাদাব খান। অফ স্ট্যাম্পের বাইরে লেংথ বল কিউয়ি নেতার ব্যাটে কানা ছুঁয়ে সরফরাজের হাতে। ৬৯ বলে ৪১ রান করে আউট তিনি। ক্রিজে এলেন কলিন গ্র্যান্ডহোমে। ২৭ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৪ রান তুলল।
পরপর চার উইকেট হারানোর পরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেছেন কেন উইলিয়ামসন ()। তাঁকে সঙ্গ দিচ্ছেন জিমি নিশাম (৩৮ বলে ১৫)। ২৪ ওভারে কিউয়িরা ৭৭ রান স্কোরবোর্ডে যোগ করেছে। তা-ও আবার ৪ উইকেটের বিনিময়ে।
থামানোই যাচ্ছে না শাহিন আফ্রিদিকে। নিউজিল্যান্ড ব্যাটিংয়ের টপ অর্ডার একাই তছনছ করে দিচ্ছেন বাঁ হাতি পেসার। এবার তাঁর তিন নম্বর শিকার টম ল্যাথাম। ১৪ বলে ১ রান করে আউট ল্যাথাম। আফ্রিদির সুইং সামলাতে না পেরে ফের একবার সরফরাজের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন তিনি।
মহম্মদ আমির শুরু করেছিলেন। তারপর বল হাতে আগুন ঝড়াচ্ছেন শাহিন আফ্রিদি। আগের ওভারে মুনরোকে ফিরিয়েছিলেন। তারপরে বল হাতে এসেই আউট করলেন সদ্য ক্রিজে আসা রস টেলরকে। ৮ বলে ৩ রান করে আউট টেলর। গুড লেংথের বল ব্যাটে ছুঁয়ে সরফরাজের হাতে জমা পড়ল বল। ৯ ওভারে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ৩৮ রান।
স্কোরবোর্ডে ২৪ রান তুলতে না তুলতেই দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড। এবার কলিন মুনরোকে (১৭ বলে ১২) ফেরালেন শাহিন আফ্রিদি। হ্যারিস সোহেলের হাতে ক্যাচ তুলে আউট মুনরো। ৭ ওভার শেষে নিউজিল্যান্ড ২৪। ২ উইকেটে হারিয়ে।
বল হাতে প্রথম বলেই শিকার মহম্মদ আমিরের। ফুল লেংথের আউট সুইঙ্গার করেছিলেন আমির। ড্রাইভ করতে গিয়ে বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটে টেনে আনেন গুপ্তিল। ৫ বলে ৪ রান করে বিদায় তাঁর। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করলেন তিনি। ২ ওভার শেষে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৬ রান।
আমির কিংবা ওয়াহাব রিয়াজ নন। পাকিস্তানের বোলিং আক্রমণের শুরুয়াত করলেন মহম্মদ হাফেজ। নিউজিল্যান্ডের হয়ে ওপেন করছেন কলিন মুনরো ও গুপ্তিল। প্রথম ওভারে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৫।
দু-দলেরই প্রথম একাদশ অপরিবর্তিত থাকছে।
বৃষ্টিতে খেলা পিছিয়ে গেলও উৎসাহে খামতি নেই পাকিস্তানি সমর্থকদের।
টসে জিতে প্রথমেন ব্যাটিং নিল নিউজিল্যান্ড। অর্থাৎ পাকিস্তানকে ফের একবার রান তাড়া করতে হবে। বৃষ্টিতে খেলা পিছোলেও দুই ইনিংসেই ৫০ ওভার করে খেলা হবে।
নতুন করে বৃষ্টি না হলে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে।
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব। একটু পরে পরিদর্শনে আসবেন আম্পায়ার ও আধিকারিকরা। তারপরেই খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।