সোমবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদের দল প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরেছিল। আর হারের পরেই সরফরাজদের নিন্দায় সরব হয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। এবার শহিদ আফ্রিদি পাকিস্তানের সমর্থন করলেন।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করছে পাকিস্তান। খেলা দেখতে দেখতেই টুইট করলেন আফ্রিদি। দলের পাশে দাঁড়ালেন তিনি। বলছেন শুধু ইংল্য়ান্ডকে হারাবে না পাকিস্তান, এইবার বিশ্বকাপও জিতবে তাঁর দেশ।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: “সরফরাজের মতো মোটা আর আনফিট ক্যাপ্টেন দেখিনি, ওর পেট বেরিয়ে আসছে,” তোপ শোয়েবের
আফ্রিদি লিখলেন, "আমার দলের প্রতি আমার পুরো আস্থা রয়েছে। তাদের যোগ্যতার ওপর আমি বিশ্বাসী। ওরা বিশ্বকাপ জিততে পারে এবার। সরফরজ আহমেদ ও তাঁর ছেলেদের আমার তরফ থেকে গুড লাক। আত্মবিশ্বাস তৈরি করার জন্য় শুরুর দিকের ম্য়াচগুলো গুরুত্বপূর্ণ। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে আমাদের।"
পাকিস্তানের প্রথম ম্যাচের হারের পর শোয়েব আখতার ক্ষোভ উগড়ে দেন। তিনি লিখেছিলেন, সরফরাজ যখন টস করতে এল তখনই দেখেছি ওর পেটে বেরিয়ে আসছে। আর মুখটাও অত্যন্ত মোটা লাগছে। আমি এরকম আনফিট ক্য়াপ্টেন এই প্রথম দেখলাম। ওতো নড়তে-চড়তেই পারছে না। উইকেট কিপিং করতে গিয়ে ধুঁকছিল।”