মৃত্যু পাক তারকার, করোনার হানার শিকার এবার ক্রিকেট বিশ্ব

১৯৯৪ এ অবসরের পর পেশোয়ারের সিনিয়র ও যুব দুই দলকেই কোচিং করিয়েছেন। পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আখতার সরফরাজের ভাই ছিলেন জাফর।

১৯৯৪ এ অবসরের পর পেশোয়ারের সিনিয়র ও যুব দুই দলকেই কোচিং করিয়েছেন। পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আখতার সরফরাজের ভাই ছিলেন জাফর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাকিস্তানের ক্রিকেটার জাফর সরফরাজ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। জিও টিভির খবর অনুযায়ী, সোমবার রাতের দিকে লেডি রিডিং হাসপাতালে মৃত্য ঘটে পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত খেলা এই তারকার।

Advertisment

৫০ বছরের এই ব্যক্তি করোনা ভাইরাসের প্রথম বলি পাক ক্রিকেটে। গত মঙ্গলবার করোনা পজিটিভ ধরা পড়েন তিনি। এরপরে শেষ তিনদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে এমমটাই জানা গিয়েছে।

নিজের খেলোয়াড়ি জীবনে জাফর বাঁ হাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি স্লো মিডিয়াম পেস বোলিংও করতেন। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত প্রথম শ্রেণি এবং ১৯৯০ থেকে ১৯৯২ অব্দি লিস্ট এ ক্রিকেটে অংশ নেন তিনি। পেশোয়ারের জার্সিতে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬১৬ রান করেন তিনি। অবসরের আগে তিনটে ওয়ানডে ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ৯৬ রান।

১৯৯৪ এ অবসরের পর পেশোয়ারের সিনিয়র ও যুব দুই দলকেই কোচিং করিয়েছেন। পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আখতার সরফরাজের ভাই ছিলেন জাফর। যিনি আবার জাতীয় দলের হয়ে ১৯৯৭ থেকে ১৯৯৮ এর মধ্যে চারটে ওয়ানডে খেলে ৬৬ রান করেছিলেন।

Advertisment

গতমাসেই বিখ্যাত স্কোয়াশ তারকা আজম খান করোনা সংক্রমণে ৯৫ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন। ১৯৫৯-১৯৬২ এর মধ্যে টানা চারবার ব্রিটিশ ওপেন খেতাব জিতেছিলেন তিনি। মার্চের শেষের দিকেই করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল ধরা পড়ে তাঁর। লন্ডনের ইলিং হসপিটালে মারা যান তিনি শেষপর্যন্ত।

পাকিস্তানে করোনার হানায় পরিস্থিতি বেশ সঙ্গীন। এখনো পর্যন্ত ৫০০০ এর বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে পড়শি দেশে। মৃত্যুর সংখ্যা ১০০ এর কাছাকাছি।

cricket