/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/Fakhar-Zaman-and-Imam-ul-Haq.jpg)
ফকরের দ্বি-শতরানে ওয়ান-ডে ক্রিকেটে ইতিহাস পাকিস্তানের
পাকিস্তানের ওপেনার ফকর জামান ও ইমাম উল-হক জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ইতিহাস লিখলেন। ওপেনিং জুটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন তাঁরা।
শুক্রবার জিম্বাবোয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে চলতি পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-জিম্বাবোয়ে। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে এক উইকেট হারিয়ে ৩৯৯ তোলে। প্রথম উইকেট পার্টনারশিপে জামান ও ইমাম ৩০৪ রান তুলে ওয়ান-ডে ফর্ম্যাটে নয়া বিশ্বরেকর্ড গড়লেন।
এর আগে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছিলেন সনথ জয়সূর্য ও উপুল থরঙ্গা। ২০০৬-তে লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮৬ রান করেছিলেন তাঁরা। এক যুগ পর সেই রেকর্ড ভাঙলেন দুই পাক ওপেনার। জামান ও ইমাম পাকিস্তানের হয়েও প্রথম উইকেট পার্টনারশিপে সবচেয়ে বেশি রান করলেন। এর আগে ১৯৯৪-তে আমির শোহেল ও ইনজামাম-উল-হক ২৬৩ রান করেছিলেন।
Pakistan's @FakharZamanLive and @imamulhaq12 have today smashed the record for the highest opening partnership in men's ODIs! ???? #ZIMvPAK#howzstatpic.twitter.com/lQ2txZe5ke
— ICC (@ICC) July 20, 2018
History!
Congratulations @FakharZamanLive on your record breaking innings. the first Pakistani ODI Double Centurion ????. pic.twitter.com/VvkAlBkB0I— PCB Official (@TheRealPCB) July 20, 2018
এদিন ফকর প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বি-শতরানের নজির গড়লেন। ১৫৬ বলে ২১০ রানে অপরাজিত থাকেন তিনি। ২৪টি চার ও পাঁচটি ছয় মেরেছেন তিনি। ইমামের ব্যাট থেকে এসেছে ১২২ বলে ১১৩। আটটি চার মেরেছেন তিনি। পাকিস্তানের রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ৪২.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায়। ২৪৪ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। পাক বোলার শাহদাব খান নিয়েছেন চার উইকেট।