২০২৪-এই পাকিস্তানি নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন। ব্রিটিশ পাসপোর্ট নিয়ে তারপরেই মহম্মদ আমেরকে খেলতে দেখা যাবে আইপিএলে। ২০২০ থেকেই পাকিস্তান ছেড়ে ব্রিটেনে বসবাস করছেন একসময়ের পেস সেনসেশন।
পাকিস্তানের এক নিউজ চ্যানেলকে আমের বলে দিয়েছেন, "প্রথমত ইংল্যান্ডের হয়ে খেলব না। কারণ পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছি। দ্বিতীয়ত, আইপিএলে অংশ নেওয়ার জন্য এখনও এক বছর বাকি রয়েছে। সেই সময় পরিস্থিতি কী হবে, দেখা যাবে। তবে ধাপে ধাপে এগোতে হবে। আগামীকাল কী হবে, সেই বিষয়ই জানি না। তবে আইপিএল ২০২৪-এ অংশ নেওয়ার বিষয়ে ভাবনা শুরু করেছি।"
৩১ বছরের আমের পাক জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০টি টি২০ খেলেছেন। আপাতত। স্পট ফিক্সিং কাণ্ডে ফেঁসে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে বহুদূরে তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে দেখতে পাওয়া যায় তাঁকে।
আপাতত সংশয়ে ভাসতে ভাসতে পাকিস্তানি স্পিডস্টার বলে দিয়েছেন, "এক বছর পর আমি কোথায় থাকব, জানি না। ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না। পাসপোর্ট হাতে পাওয়ার পর সেরা যে সুযোগ থাকবে, সেটাই করব।" ঘটনাচক্রে আইপিএলের প্ৰথম দুই সিজনেই একাধিক পাক তারকা অংশ নিয়েছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে পাক ক্রিকেটারদের আইপিএলে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। তারপর আইপিএলে কখনই কোনও পাক তারকাকে দেখা যায়নি।
যদিও আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে খেলেছিলেন। পাক বংশোদ্ভূত সিকান্দার রাজা, ইমরান তাহিররা আইপিএলে খেলেন জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকান নাগরিক হয়ে।
Read the full article in ENGLISH