PSL: নতুন অশ্বিন পেয়ে গেল পাকিস্তান, থমকে আসা দুরন্ত ঘূর্ণিতে নাজেহাল সব ব্যাটার, দেখুন জাদু-ভিডিও
Mystery Spinner in PSL: ক্যারম বলের ক্ষেত্রে বল যেখানে কিছুটা পিছনে চলে আসে, সেক্ষেত্রে ওঁকে যদি অফস্পিনার হিসাবে খেলা হয়, তাহলে সকল ব্যাটার একই ভুল করবে। সকলেই ওঁকে ক্যারম বল হিসাবে খেলতে গিয়ে ঠকে যায়। বলের লাইনে পা নিয়ে গিয়ে ওঁকে ইন-লাইনে খেলতে গেলে খুব সূক্ষ্ম স্পিন ব্যাটারকে বোল্ড অথবা লেগ বিফোর করে ফেলার পক্ষে যথেষ্ট।
Pakistan Cricket: বল করার আগে হঠাৎ করেই থমকে যাচ্ছেন। অনেকটা অশ্বিনের মত। তবে ডেলিভারি যেন আরও ধাঁধার মত। সেই বোলারের ডেলিভারি পড়তে যে ব্যাটারদের সমস্যা হবে, তা জানাই কথা। সেরকমই এক বোলারের সন্ধান পেয়ে গেল পাকিস্তান ক্রিকেট লিগ। রমরমিয়ে চলছে পিএসএল-এর আসর। সেই লিগেই টিম সেইফার্ট করাচি কিংসের হয়ে খেলতে নেমে মসৃন গতিতে ব্যাটিং করছিলেন। তবে হঠাৎ সেই পাক রহস্যময় স্পিনারের ছোবলে উইকেট খুঁইয়ে আসতে হল কিউই তারকাকে।
Advertisment
শুধু সেইফার্ট-ই নন, সেই পাক স্পিনার উসমান তারিকের শিকার হতে হল জেমস ভিন্সকেও। ২১ বলে ৩৭ করে ভিন্স করে তিনিও টানছিলেন। তবে তারিকের রহস্যের সমাধান তিনিও করতে পারেননি। লেগ সাইডে বল ঠেলতে গিয়ে লেগ বিফোর হয়ে যান। শেষ পর্যন্ত ৪ ওভারের কোটায় পাক স্পিনার ১৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট।
মিসবা উল হক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন কেন তারিকের মোকাবিলা করা কঠিন। এ স্পোর্টস-কে তিনি বলেছেন, "ওঁর হাতে একটা ক্যারম বল রয়েছে। সবথেকে বড় কথা ও নিখুঁত। স্পিন এতটাই সূক্ষ্ম যে তা ব্যাটকে পরাস্ত করার পক্ষে যথেষ্ট।"
ক্যারম বলের ক্ষেত্রে বল যেখানে কিছুটা পিছনে চলে আসে, সেক্ষেত্রে ওঁকে যদি অফস্পিনার হিসাবে খেলা হয়, তাহলে সকল ব্যাটার একই ভুল করবে। সকলেই ওঁকে ক্যারম বল হিসাবে খেলতে গিয়ে ঠকে যায়। বলের লাইনে পা নিয়ে গিয়ে ওঁকে ইন-লাইনে খেলতে গেলে খুব সূক্ষ্ম স্পিন ব্যাটারকে বোল্ড অথবা লেগ বিফোর করে ফেলার পক্ষে যথেষ্ট। ওঁকে কয়েক বল খেলে ধাতস্থ হয়ে গেলেও ইনিংসে কোনও না কোনও সময় ব্যাটার ঠিক ভুল করবেই।"
তবে তারিকের চ্যালেঞ্জ অন্যরকম হতে চলেছে। মিসবার যুক্তি, "পিএসএল-এ ব্যাটাররা বিশ্বমানের স্পিনারদের ফেস করছে অহরহ। তাই ওঁকে বুঝতে ভিডিও বিশ্লেষণ করা হবে ওঁর স্পিনের। সেটা ওঁর কাছে চ্যালেঞ্জের হতে চলেছে।"