Neeraj Chopra Classic: নীরজের প্রস্তাবে সরাসরি না নাদিমের, ভারতে আসছেন না পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন

Arshad Nadeem Neeraj Chopra: নীরজ চোপড়ার আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম বলেছেন যে তাঁর ব্যস্ত সময়সূচির কারণে তিনি ভারত আসতে পারছেন না।

Arshad Nadeem Neeraj Chopra: নীরজ চোপড়ার আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম বলেছেন যে তাঁর ব্যস্ত সময়সূচির কারণে তিনি ভারত আসতে পারছেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra Arshad Nadeem at Paris Olympics

Arshad Nadeem: নীরজের আমন্ত্রণে ভারতে আসছেন না আরশাদ নাদিম

Neeraj Chopra Classic Javelin Throw Competition: নীরজের প্রস্তাবে সরাসরি না আরশাদ নাদিমের। নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা ২৪ মে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুইবারের অলিম্পিক পদক বিজয়ী নীরজ চোপড়া পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে জানা গিয়েছে, আরশাদ ভারত আসতে অস্বীকার করেছেন। কারণ হিসাবে পহেলগাঁও সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারানে ২২ এপ্রিল ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ২৭ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২ বিদেশি নাগরিকও ছিলেন। এছাড়াও ১৭ জন আহত হয়েছেন। এই হামলার পর সারা দেশে ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Advertisment

নীরজ চোপড়ার আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম বলেছেন যে তাঁর ব্যস্ত সময়সূচির কারণে তিনি ভারত আসতে পারছেন না। আরশাদ নাদিম নীরজ চোপড়াকে পাঠানো চিঠিতে লিখেছেন যে এই বছরের প্রশিক্ষণ এবং সময়সূচি আগে থেকেই নির্ধারিত হয়েছে। এর কারণে তিনি ভারত আসতে পারছেন না। তিনি বেঙ্গালুরু ইভেন্টের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। বর্তমানে আরশাদ ২৭ মে থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে চলা এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি শীঘ্রই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী অ্যান্ডারসন পিটার্স। এছাড়াও ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন থমাস রোহলার, অলিম্পিক পদক বিজয়ী এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জুলিয়াস ইয়েগো এবং আমেরিকান জ্যাভলিন থ্রোয়ার কার্টিস থম্পসনও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ভারতের পক্ষ থেকে নীরজ চোপড়া, রোহিত যাদব-সহ কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

আরশাদ নাদিমের ভারত না আসার কারণ পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা হতে পারে। এই হামলায় ২৭ জন প্রাণ হারিয়েছেন। এই হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। ক্রীড়া জগতের ব্যক্তিরা এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন।

Neeraj Chopra