/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/anwar-modi.jpg)
শাহিদ আফ্রিদি থেকে জাভেদ মিয়াঁদাদ একের পর এক পাকিস্তান ক্রিকেটার ভারতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে এসেছেন অতীতে। যা নিয়ে তীব্রও হইচই-য়ের সাক্ষী থেকেছে দুই দেশ। অতীতের সেই ট্র্যাডিশনই এবার বজায় রাখলেন অন্য এক পাকিস্তানি প্রাক্তন তারকা সঈদ আনোয়ার। যিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'শয়তান' বলে দিলেন। তা-ও আবার প্রকাশ্য জনসভায়।
ভারতীয় ক্রিকেট মহলে বরাবরই সমাদৃত আনোয়ার। পাকিস্তানের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ওপেনার বহু ভারতীয় ক্রিকেটারের প্রিয় তারকাও বটে। ভারতে বরাবরই সাদর আপ্যায়ন পেয়েছেন তিনি। তবে তিনিই এবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে।
'পাকিস্তান আনটোল্ড' নামের এই টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি এক ভিডিও শেয়ার করা হয়েছে। মজলিশে হাততালি কুড়োতে সরাসরি ভারতের শীর্ষ দুই রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে সরাসরি 'শয়তান' বলে দাগিয়ে দিতে শোনা গিয়েছে তাঁকে। বিস্ফোরকভাবে বলে দেন, "যতবার-ই তুমি আজানের জন্য বক্তৃতা বন্ধ করো না কেন, তুমি সবসময়ই শয়তানি হিন্দুই থাকবে।"
"It doesn't matter how many times you stop your speech for Azan
You will remain a Satan-possessed Hindu."
BTW this Mullah is ex Pak cricket captain Saeed Anwar who Indian Hindus hosted countless times. Imagine the hate in commoners. pic.twitter.com/tRhdSQ2HJL— Pakistan Untold (@pakistan_untold) March 5, 2023
প্রধানমন্ত্রী মোদি এর আগে জনসভায় মুসলিম নেতৃবৃন্দের অফার করা টুপি পরতে অস্বীকার করেছিলেন। তবে গত বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নিজের রাজ্য গুজরাটে আজানের ধ্বনি শুনে বক্তৃতা বন্ধ করে দিয়েছিলেন। অমিত শাহ-ও একই নিদর্শন রেখেছিলেন। জম্মু কাশ্মীরের বারামুলায় বক্তৃতা দেওয়ার সময় অমিত শাহ-ও নিজের বক্তব্য স্থগিত রাখেন পার্শ্ববর্তী মসজিদের থেকে আজানের ধ্বনি ভেসে আসার পর। মোদি, অমিত শাহের এমন ব্যবহার প্রশংসিত হয় সর্বস্তরে। সেই বিষয়টিকেই তুলে ধরে কুরুচিকর মন্তব্য করে বসলেন এবার আনোয়ার।
টানা ১৪ বছর পাক ক্রিকেটের অন্যতম ভরসা ছিলেন তিনি। ৫৫ টেস্ট, ২৪৭ ওয়ানডে খেলেছেন সুপারস্টার। টেস্ট এবং ওয়ানডেতে রান করেছেন যথাক্রমে ৪০৫২ এবং ৮৮২৪। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১টি শতরানের মালিকও তিনি। ওয়ানডেতে দীর্ঘকাল ধরে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের (১৯৪) মালিক ছিলেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে ৭টা টেস্ট ম্যাচে অধিনায়কত্বও করেন তিনি।
Read the full article in HINDI