scorecardresearch

সক্রিন নয়, স্ক্রিন হবে! আকমলের ইংরেজির ভুল ধরিয়ে লাইভে ভয়ঙ্কর ছোট করলেন শোয়েব, দেখুন ভিডিও

কামরান আকমলকে এবার ইংরেজি নিয়ে ব্যঙ্গ বিদ্রূপে ভরিয়ে দিলেন শোয়েব আখতার

সক্রিন নয়, স্ক্রিন হবে! আকমলের ইংরেজির ভুল ধরিয়ে লাইভে ভয়ঙ্কর ছোট করলেন শোয়েব, দেখুন ভিডিও

ভাইরাল হয়ে গেল শোয়েব আখতারের লাইভ টিভির মন্তব্য। যেখানে লাইভ টিভিতে তাঁকে দেখা গিয়েছে কামরান আকমলকে ব্যঙ্গ করতে। পাকিস্তানের লাইভ টিভিতে সরাসরি ব্যঙ্গ করে বসেন তিনি একসময়ের সতীর্থ কামরান আকমলকে।

পাকিস্তানের এআরওয়াই নিউজ চ্যানেলে হাজির হয়েছিলেন আকমল এবং শোয়েব আখতার। প্রথমে তিনি কামরান আকমলের প্রশংসাই করেন। বলে দেন, “কামি আমাদের ম্যাচ উইনার। ওঁর এটা শোনা উচিত। পাকিস্তানের হয়ে ও সত্যি ভালো খেলেছে।”

আরও পড়ুন: ফাইনাল ম্যাচ, হোয়াট হ্যাপেনিং! সাংবাদিকের পিলে চমকানো ইংরেজিতে ঘাবড়ালেন মঈন-রাসেলরা, দেখুন ভাইরাল ভিডিও

এরপরেই আকমলের ইংরেজি জ্ঞান নিয়ে হাসাহাসি শুরু করে দেন শোয়েব আখতার। বলে দেন, “আমি শুনতে পাচ্ছি আকমল বলে চলেছে ‘সক্রিন’। আরে ওটা ‘সক্রিন’ নয়, স্ক্রিন। তোমার এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। আমি বাবর আজমকে ছোট করার কোনও অভিপ্রায় ছিল না আমার। ও একটা ব্র্যান্ডের মুখ। ওঁকে সেভাবেই দেখতে চাই। বিরাটের মত বাবরও একজন গ্রেট ক্রিকেটার। বিরাটের ভিডিও যদি দেখা যায়, তাহলে সবাই দেখবে কীভাবে ও সাবলীল ইংরেজি বলে।”

অন্য এক শোয়ে বাবর আজমের হয়ে ব্যাট ধরে শোয়েব আখতারকে একহাত নিয়েছেন কামরান আকমলও, “বাবর যত বিজ্ঞাপন করে, তার কানাকড়িও করেনি শোয়েব ভাই। বাবর আজম আমাদের ক্যাপ্টেন। গোটা বিশ্ব ওঁকে চেনে। বিশ্বের একনম্বর ব্যাটসম্যান। কথা বলার দক্ষতা, সংবাদমাধ্যমকে সামলানোর দক্ষতাতেও ও উন্নতি করে চলেছে। ও দারুণ করছে।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Pakistans shoaib akhtar mocks kamran akmal for his poor knowledge on english