/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/ADVC.jpg)
Pankaj Advani wins World title no. 22
বিশ্ব চ্য়াম্পিয়ন হওয়াটা তাঁর কাছে আজ জলভাতের মতো। নিয়মমাফিক ভাবেই আবারও একটা বিশ্বখেতাব ছিনিয়ে নিলেন পঙ্কজ আদবাণী। পুণের ৩৪ বছরের বাসিন্দা কেরিয়ারের ২২ নম্বর বিশ্বখেতাবটা জিতলেন। ওয়ানফিফটি-আপ ফর্ম্য়াটে আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্য়াম্পিয়ন হলেন তিনি। এই নিয়ে টানা চারবার এই শিরোপা জিতলেন দেশের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়।
-->#WorldBilliardsChampionship#IBSF#billiards
World title no. 22 for @PankajAdvani247 ????
He has brought home a world trophy every year ever since returning from a professional stint in the UK in 2014.
Report: ⬇️https://t.co/HR1KZzi4Wb
— Express Sports (@IExpressSports) September 15, 2019
২০১৪ সালে লন্ডন থেকে পেশাদার একটা অধ্য়ায় শেষ করে ফেরার পর প্রতি বছরই বিশ্বখেতাব জিতেছেন তিনি। বিলিয়ার্ডের ক্ষুদ্রতম সংস্করণে শেষ ছ'বছরে এটা তাঁর পঞ্চম খেতাব। জয়ের পর দেশের চ্য়াম্পিয়ন অ্যাথলিট বললেন, "এটা একটা টাচ-অ্যান্ড-গো ফর্ম্য়াট। টানা চার বছর ও শেষ ছ'বছরে পাঁচবার চ্য়াম্পিয়ন হলাম। অকল্পনীয় মনে হচ্ছে। অত্য়ন্ত স্পেশাল এই সম্মান।"
আরও পড়ুন: বিলিয়ার্ডের বিশ্বসভায় শ্রেষ্ঠত্বের শিরোপা কলকাতার সৌরভ কোঠারির
-->