/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/india-hockey.jpg)
India Men's Hockey Team, IND vs GBR, Paris Olympics: সেরার সেরা জয় পেল টিম ইন্ডিয়া (টুইটার)
India vs Great Britain Hockey, Paris Olympics 2024 Quarter Final: ৪২ মিনিট ধরে দশজনে খেলেও ভারত অলিম্পিকে ইতিহাস গড়া জয় পেল কোয়ার্টার ফাইনালে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ব্যবধানে সমাপ্ত হওয়ার পর টাইব্রেকার শ্যুট আউটে ভারত ৪-২ ব্যবধানে ব্রিটিশদের পরাস্ত করল।
অমিত রোহিদাস প্রতিপক্ষ দলের তারকার উইলিয়াম কালনানের মুখে হকি স্টিক লাগিয়ে লাল কার্ড দেখে বেরিয়ে যান। ইচ্ছাকৃতভাবে আঘাত না করা হলেও টিভি আম্পায়ার রায় দেন, "হকি স্টিক স্বাভাবিক নড়াচড়া করেনি।"
A famous victory!!!!
What a game. What a Shootout.
Raj Kumar Pal with the winning penalty shot.
We are in the Semis.
India India 🇮🇳 1 - 1 🇬🇧 Great Britain
SO: 4-2
Harmanpreet Singh 22' (PC)
Lee Morton 27' #Hockey #HockeyIndia #IndiaKaGame #HockeyLayegaGold… pic.twitter.com/S01hjYbzGr— Hockey India (@TheHockeyIndia) August 4, 2024
অমিত রোহিদাস টার্ফ ছাড়ার ঠিক পরেই পেনাল্টি থেকে ভারতকে লিড এনে দেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। এই নিয়ে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন চলতি অলিম্পিকে নিজের সপ্তম গোল করে যান। তবে টিম ইন্ডিয়া বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি।
When India has a match with any NATO country in the Olympics,
the TV empire should not be of any NATO country!#Hockey #Paris2024 #RedCard#Olympics #INDvsGBR#INDvsENG pic.twitter.com/vW2prnTcSv— Alok (@alokdubey1408) August 4, 2024
#INDvsGBR
The commentators seem so biased in the hockey match. Natural movements being labelled as deliberate! Just because opposite team has white skin! Ridiculous. #indvsgbr #Olympics #Paris2024 #Redcard #Hockey #Hardik #Olympics2024Paris
निशांत दवे के बाद अब हॉकी में भी pic.twitter.com/FqdJUfLGUl— the bishnoi (@cereebishnoiii) August 4, 2024
হাফটাইমের ঠিক আগেই গ্রেট ব্রিটেন সমতা ফিরিয়ে দেয়। এরপরে ৬০ মিনিট পর্যন্ত এই স্কোরই বজায় থাকে। হাফটাইমের পর বাকি ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল গ্রেট ব্রিটেনের আক্রমণ বনাম ভারতীয় দলের রক্ষণ-এর। শ্রীজেশ আরও একবার চীনের প্রাচীরের মত দুর্ভেদ্য হয়ে ধরা দিয়েছিলেন। একাধিকবার ব্রিটেনের গোল বাঁচিয়ে দেন তিনি। সেই সঙ্গে একজন কম নিয়েও চরম ডিফেন্সিভ খেলার শৈলি তুলে ধরে টিম ইন্ডিয়া। ১০ জনে ভারত খেলে ৪০ মিনিটেরও বেশি। তবে এর ফায়দা তুলতে পারেনি গ্রেট ব্রিটেন।
Wow. Not a game for the faint hearted. What character to defend with 10 men for that long. @16Sreejesh You beauty. You are the best in the business. #INDvsGBR #Hockey @TheHockeyIndia pic.twitter.com/pEtSnpFqT0
— Ravi Shastri (@RaviShastriOfc) August 4, 2024
টাইব্রেকারে ম্যাচ গড়ানোর পরেই ঠিক হয়ে যায় ভারত জিততে চলেছে। শ্রীজেশের মত দুনিয়ার সেরা গোলকিপার থাকার ফায়দা ভালভাবেই নিল। ব্রিটেনের হয়ে জেমস আলবারি, জাচারি ওয়ালেস গোল করলেও। শ্রীজেশের দুর্ধর্ষ গোলকিপিংয়ের সামনে মিস করে বসেন কনর উইলিয়ামস এবং উইলিয়াম রোপার। ভারতের হয়ে টানা চারটে শটে গোল করে যান ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, সুখজিৎ, ললিত কুমার উপাধ্যায় এবং রাজ কুমার পাল।
Another decision against India by the White Racist Anglo-Saxon Umpires...
Shame Shame Shame...
First, the ball was given to GBR, which was our ball... And then Green Card...
The reason why I respect @BCCI. They keep these White Racist at our feet. #INDvsGBR #Hockey— Soumik (@PallabIam) August 4, 2024
গোটা ম্যাচ জুড়েই ভারতকে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত মেনে নিতে হয়। ভারতের বিপক্ষে ব্রিটেনের পেনাল্টি পাওয়া নিয়ে রয়েছে জোর বিতর্ক। সাধারণত, স্টিকের ন্যাচারাল মুভমেন্টের ক্ষেত্রে কার্ড ব্যবহার করা হয়না। তবে টিভি রেফারি রায় দেন, অমিত রোহিদাসের স্টিক 'ইচ্ছাকৃত'ভাবে আঘাত করে ব্রিটেনের হকি তারকার মুখে।
10 Indians vs 11 British + 4 umpries still could not stop Sarpanch saab from scoring.
HARMANPREET SINGH THE BOSS 🔥#Hockey | #INDvsGBR pic.twitter.com/bEhe6nzv4k— Johns (@JohnyBravo183) August 4, 2024
টাই ব্রেকার চলাকালীন ইংরেজ শিবিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগক আনে টিম ইন্ডিয়া। তৃতীয় টাইব্রেকার শটের ঠিক আগেই শিভেন্দ্র সিং ম্যাচ আধিকারিকদের নজরে আনেন ব্রিটেন হকি খেলোয়াড়রা নোটপ্যাডের সুবিধা নিচ্ছেন। এরপরেই ইংরেজ শিবির থেকে উদ্ধার হয় নোটপ্যাড। ম্যাচ চলাকালীন কোনওভাবেই গ্যাজেটস-এর সাহায্য নেওয়া আইন বিরুদ্ধ। সেই অনৈতিক সুবিধা নিয়েই টাইব্রেকারে ভারতের মোকাবিলা করতে নামে ব্রিটেন। যদিও বিষয়টি ম্যাচ অফিসিয়ালদের নজরে আনা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া গোটা ম্যাচ জুড়েই ইংরেজদের টেনে খেলিয়ে যাওয়ার অভিযোগ উঠে গিয়েছে।
Kicking Britain out in every sport is my source of happiness.
I love seeing them cry. It’s my daily medicine, my weekly energy, my monthly inspiration and my yearly motivation.
I was born to love and enjoy that, long may it continue.#Hockey | #INDvsGBR pic.twitter.com/6xnsOpooy4— Johns (@JohnyBravo183) August 4, 2024
পুল-বি'তে বেলজিয়ামের কাছে হারের পর ভারত কোয়ার্টার ফাইনালে ওঠার আগে শেষ ম্যাচে দুরন্ত অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল। এবার সেমিতে আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ভারতীয় হকি দলের।