Advertisment

Paris Olympics 2024: মুছে ফেলা হল বাঙালি তারকার অলিম্পিক জয়! দুর্ধর্ষ জয়েও অদ্ভুত নিয়মের বলি ভারতীয় সুপারস্টার

India at Paris Olympics: লক্ষ্য সেন প্রথম গ্রুপ পর্বের ম্যাচে কেভিন কর্ডনকে স্ট্রেট গেমে ২১-৮, ২২-২০ স্কোরলাইনে পরাজিত করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
India's Lakshya Sen in action during the men's singles Round-of-16 match of the Yonex-Sunrise India Open 2023 at the Indira Gandhi Indoor Stadium in New Delhi on Thursday, January 19, 2023

বৃহস্পতিবার, 19 জানুয়ারী, 2023 তারিখে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ইয়োনেক্স-সানরাইজ ইন্ডিয়া ওপেন 2023-এর পুরুষদের একক রাউন্ড-অফ-16 ম্যাচ চলাকালীন ভারতের লক্ষ্য সেন। (BAI ফটো)

Lakshya Sen Olympic win deleted: গুয়েতমালার প্রতিপক্ষ কেভিন কর্ডনকে হারানো গ্রুপ পর্বের ম্যাচ চূড়ান্ত পর্বের জন্য বিবেচিত হবে না। লক্ষ্য সেন-এর কীর্তি মুছে ফেলার কথা রবিবারই ঘোষণা করে দিয়েছিল বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। বাঁ হাতের কনুইয়ে চোটের কারণে কর্ডন আগেই অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তারপরেই এমন সিদ্ধান্তে শীলমোহর পড়ে।

Advertisment

গ্রুপ পর্বের ম্যাচে কেভিন কর্ডনকে দাঁড়াতেই দেননি প্রবাসী বঙ্গসন্তান লক্ষ্য সেন। স্ট্রেট গেম-এ ২১-৮, ২২-২০ স্কোরলাইনে কর্ডনকে নাস্তানাবুদ করে হারান ভারতীয় ব্যাডমিন্টন তারকা। তিন বছর আগে এই কর্ডন-ই টোকিও অলিম্পিকে সকলকে চমকে দিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।

আরও পড়ুন: অলিম্পিকে ক্রিশ্চানদের ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ! বিতর্কের দাউদাউ আগুনে দগ্ধ আয়োজকরা

কেরিয়ারের প্ৰথম অলিম্পিক খেলতে নেমেছেন লক্ষ্য সেন। কর্ডনকে অসহায় করে গ্রুপ পর্বের সেই ম্যাচে একসময় লক্ষ্যের লিড ছিল ১৭-৩ ব্যবধানে। খেলা গড়ানোর সঙ্গেসঙ্গে লক্ষ্যের তীব্রতা কমলেও কোনও ডিসাইডার ছাড়াই কর্ডনকে হারাতে বেগ পেতে হয়নি ভারতীয় শাটলারকে। তবে দুরন্ত সেই ম্যাচের ফলাফল মুছে দেওয়া হল!

ফলাফল মোছার ক্ষেত্রে বিশ্বব্যাডমিন্টন সংস্থার নিয়ম কী বলছে?

গুয়েতমালার পুরুষ সিঙ্গলস তারকা কর্ডন নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর গ্রুপ-এল'এর বাকি ম্যাচ ইন্দোনেশিয়ার জোনাথন চিস্তির বিপক্ষে সোমবার এবং বেলজিয়ামের জুলিয়ান কারাগির বিপক্ষে বুধবারের ম্যাচ আর খেলা হবে না। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছেন, নতুন করে সূচি তৈরি করা হয়েছে।

বিডব্লিউএফ-এর নিয়ম বলছে, কর্ডনের সমস্ত গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ (যা খেলা হয়েছে এবং যে ম্যাচ এখনও খেলা বাকি রয়েছে) মুছে ফেলা হবে। শারীরিক অসুস্থতা, চোট অথবা অন্য কোনও কারণে কোর্টে যদি সংশ্লিষ্ট তারকা নামতে না পারেন তাহলে সেই খেলোয়াড়ের সমস্ত ম্যাচ, এবং সেই ম্যাচের ফলাফল মুছে ফেলা হবে। এর অর্থ, লক্ষ্য সেন আপাতত প্ৰথম ম্যাচ জিতেও স্ট্যান্ডিংয়ে জিরো পয়েন্টে আটকে রইলেন।

জটিল গ্রুপে রয়েছেন লক্ষ্য সেন

লক্ষ্য সেন এল গ্রুপে থাকার সুবাদে একটি অতিরিক্ত ম্যাচ খেলবেন। অলিম্পিকে কোয়ালিফাই করেছেন ১৩ জন শাটলার। এর মধ্যে এমন দুই গ্রুপ রয়েছে যেখানে রয়েছেন ৪জন করে শাটলার। এমনই গ্রুপ বিন্যাস রয়েছে গ্রুপ-এল'এ। লক্ষ্য সেনের গ্রুপেই রয়েছেন চ্যালেঞ্জ জানানোর মত প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার জোনাথন চিস্টি।

গ্রুপ-এল পর্বের বাধা কাটিয়ে পরবর্তী রাউন্ডে উঠলে লক্ষ্য সেনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে স্বদেশীয় এইচএস প্রণয়ের। প্রি কোয়ার্টার ফাইনালে জয়লাভ করলে লক্ষ্য সেনের জন্য কোয়ার্টারে অপেক্ষা করতে পারেন জাপানি তারকা কোডাইয়া নারাওকা।

ফেভারিট হওয়া সত্ত্বেও জোনাথন ক্রিস্টি প্ৰথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ জুলিয়ান কারায়গিকে হারাতে যথেষ্ট বেগ পেয়েছেন। জিততে হয়েছে তিনটে গেমে।

Indian Olympic Team India in Olympic Today Paris Olympics 2024 Olympics India in Olympic India at Olympics Indian Olympic Association
Advertisment