Advertisment

Ashwini Ponnappa accuses sports ministry: টাকা দেওয়া হয়নি, কোচও পাইনি! অলিম্পিক থেকে ফিরেই মোদি সরকারের মুখোশ খুলে বিস্ফোরণ তারকার

Ashwini Ponnappa Paris Olympics controversy: কারোর থেকে টাকা নিইনি, বোমা ফাটিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন ব্যাডমিন্টন তারকা

author-image
IE Bangla Sports Desk
New Update
India's badminton player, Ashwini Ponnappa, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, অশ্বিনী পোন্নাপ্পা,

India's badminton player-Ashwini Ponnappa: সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন অশ্বিনী। (ছবি- টুইটার)

Ashwini Ponnappa accuses sports ministry after Paris Olympics failure: ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী পোনাপ্পা মঙ্গলবার অভিযোগ করেছেন, তিনি অলিম্পিকের জন্য ক্রীড়া মন্ত্রকের থেকে কোনও আর্থিক সহায়তা পাননি। ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) থেকে শেয়ার করা সাম্প্রতিক নথির প্রেক্ষিতে পোনাপ্পা এই মন্তব্য করেছেন। তাঁর আরও অভিযোগ, একজন ব্যক্তিগত কোচ চেয়ে ক্রীড়া মন্ত্রকের কাছে তিনি আবেদন করেছিলেন। কিন্তু, সেই দাবিও মন্ত্রক পূরণ করেনি। সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিকে পোনাপ্পা এবং তানিশা ক্র্যাস্টোর জুটি মহিলা ডাবলসের গ্রুপ পর্ব থেকে বিনা জয়েই ছিটকে গিয়েছে।

Advertisment

সাই সম্প্রতি প্যারিস অলিম্পিকে যে ভারতীয় ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, তাঁদের বিবরণ-সহ দিয়ে একটি নথি শেয়ার করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে অশ্বিনীকে TOPS-এর আওতায় ৪,৫০,০০০ টাকা এবং প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য (ACTC) বছরে ১,৪৮,০৪,০৮০ টাকা দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে অশ্বিনী পিটিআইকে বলেছেন, 'আমি একেবারে অবাক। টাকা যে পাইনি, তাতে আমার কিছ বলার নেই। কিন্তু, দেশবাসীকে বলা যে আমি টাকা পেয়েছি। এটাই আমার কাছে হাস্যকর ঠেকছে। আমি এটা মেনে নিতে পারিনি। যেমন আপনি যদি জাতীয় শিবিরের কথা বলেন, তাহলে ১.৫ কোটি টাকা সমস্ত ক্যাম্পাসের জন্য ব্যয় করা হয়েছে।'

একইসঙ্গে অশ্বিনী বলেন, 'আমার কোনও ব্যক্তিগত কোচ ছিল না। ব্যক্তিগত প্রশিক্ষক চেয়েছিলাম। তাঁর জন্য সরকার কোনও অর্থ দেয়নি। আমি নিজেই তাঁর জন্য অর্থ দিয়েছি। আমি কারও কাছ থেকে টাকা নিচ্ছি না। আমি ২০২৩ এর নভেম্বর পর্যন্ত বিনা কোচে খেলেছি। আমরা যোগ্যতা অর্জন করার পরেই আমাকে সেরাদের তালিকায় রাখা হয়েছিল।'

পোনাপ্পা, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সোনা, রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন। প্যারিস অলিম্পিকে তিনি ডাবলসে খেলেছেন। তানিশা ক্র্যাস্টোর সঙ্গে জুটি বেঁধেছিলেন। কিন্তু, গ্রুপ পর্ব থেকেই তাঁকে বিদায় নিতে হয়েছে। তিনি একটাও জয় পাননি। এই নিয়ে তৃতীয়বার অলিম্পিক খেললেন পোনাপ্পা। প্যারিসে ছিটকে যাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন- সিঙাড়ার চেয়েও কম দাম! ১৫ টাকায় মিলছে পাকিস্তান-বাংলাদেশ টেস্টের টিকিট, তাজ্জব সবাই

এই প্রসঙ্গেই পোনাপ্পা বলেছেন, 'আমি প্যারিস অলিম্পিকে ভালো খেলতে পারিনি। কোচ না থাকায়, এর দায় আমার। কিন্তু, সেভাবেই এটাও বলা যাবে না যে, আমি এত টাকা পেয়েছি। কারণ, আমি একটা টাকাও পাইনি। সরকার আমাকে সমর্থন করেছে। বছরের পর বছর ধরে আমি জাতীয় দলের অঙ্গ রয়েছি। আমাকে যেভাবে সরকার সমর্থন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু, গতবছরও আমাকে কোনও সাহায্য করা হয়নি। সেটাও ঠিক আছে। কিন্তু, এটা বলা যাবে না যে আমাকে ১.৫ কোটি টাকা দেওয়া হয়েছে। সেটাও হয়েছে চার বছরেরও বেশি আগে। আমি যখন সিক্কির পার্টনার ছিলাম, তখন আমাকে টাকা দেওয়া হয়েছে।'

Indian Olympic Team India in Olympic Today Modi Government Olympics India in Olympic India at Olympics Indian Olympic Association Sports News Paris Olympics 2024 Badminton
Advertisment