India vs Spain men's hockey bronze medal match: ব্রোঞ্জ দখলের লড়াইয়ে নেমে পদক হাতেই বাড়ি ফিরছে ভারতীয় হকি দল। স্পেনকে বৃহস্পতিবার ২-১ গোলে পরাজিত করল টিম ইন্ডিয়া। অলিম্পিকের হকির ইতিহাসে এই নিয়ে ১৩তম পদকজয় ভারতের। টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিল ভারত। টানা দুটো অলিম্পিকে ব্রোঞ্জ জিতে অনন্য নজির স্থাপন করল ভারতীয় দল।
একসময় ভারত ম্যাচে ০-১'এ পিছিয়ে পড়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কনসিড করে টিম ইন্ডিয়া। সেই পেনাল্টি থেকেই স্পেনকে এগিয়ে দিয়েছিলেন মার্ক মিরালাস।
এরপরে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। পিছিয়ে থাকা অবস্থায় ক্যাপ্টেন দুর্ধর্ষ গোল করে সমতা ফিরিয়ে এনেছিলেন। বিরতির ঠিক আগে হরমনপ্রীত ড্র্যাগফ্লিক থেকেই গোল করে গিয়েছিলেন।
তৃতীয় কোয়ার্টারেও এরপরে হরমনপ্রীত নিজের ট্রেডমার্ক লো ড্র্যাগফ্লিক স্পেনের জালে জড়িয়ে দেন।
কিংবদন্তি শ্রীজেশের এটাই ছিল শেষ টুর্নামেন্ট। আগেই জানিয়েছিলেন অলিম্পিকের পরেই সরে দাঁড়াবেন তিনি। তাঁকে একদম উপযুক্ত ফেয়ারওয়েল দিল হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল।
সেমিফাইনালে অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল শেষ ম্যাচে। জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল হজম করে আর ফাইনালে পৌঁছনো হয়নি। তবে ব্রোঞ্জ জয়ের ম্যাচে আর হতাশ করল না টিম ইন্ডিয়া।
প্ৰথমে গোল হজম করে যেভাবে হরমনপ্রীতের জোড়া ড্র্যাগফ্লিকে ভারত ব্রোঞ্জ জয় নিশ্চিত করল তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শেষ কোয়ার্টারে আবার জয়সূচক গোলের জন্য প্রবলভাবেই ঝাঁপিয়েছিল স্প্যানিশরা। বল পজেশনেও বেশি ছিল তাঁরা। তবে ভারতের দুর্ধর্ষ রক্ষণকে টপকে আর গোল করে হয়নি স্পেনের।
এক মিনিট বাকি থাকা অবস্থায় স্পেন পেনাল্টিও আদায় করে নিয়েছিল। তবে শ্রীজেশ জান বাজি রেখে গোল সেভ করে দেন। এই ঘটনাতেই শেষ নয়। একদম বাঁশি বাজার মুহূর্তে স্পেন প্রায় গোল করে ফেলেছিল। তবে ক্যাপ্টেন হরমনপ্রীত দারুণভাবে ফাউল করে গোল বাঁচিয়ে দেন ডি বক্সের মধ্যে।
সেই ফাউলের জন্য স্পেন পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি তাঁরা। রোমহর্ষক ম্যাচে চাপে থাকা অবস্থায় ভারতের এই জয় ইতিহাসের খাতায় উঠে গেল। অলিম্পিকে হকি দলের ১৩ পদকের মধ্যে ৮ বারই এসেছে সোনা থেকে। রুপো এবং একবার এবং চারটি ক্ষেত্রে ভারত ব্রোঞ্জ জিতেছিল।
সবমিলিয়ে প্যারিস অলিম্পিকে ভারতের বৃহস্পতিবার পর্যন্ত পদকের সংখ্যা দাঁড়াল চারটি। মানু ভাকেরের জোড়া ব্রোঞ্জ জয়ের (সর্বজিৎ সিংয়ের সঙ্গে একটি যুগ্মভাবে) পর স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন ভারতকে।