Manu Bhaker First Indian Woman to Reach 10m Air Pistol Final: রবিবার ভারতকে প্ৰথম সোনা এনে দিলেন শ্যুটার মানু ভাকার। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জয় নিশ্চিত করলেন তিনি। রবিবার ফাইনালে ছিটকে যাওয়ার আগে কিম ইয়েজির থেকে মাত্র ০.১ পয়েন্টে পিছিয়ে ছিলেন। শেষমেশ কিম রুপো জেতেন। তাঁর কোরিয়ান সতীর্থ ওহ ইয়ে জিন সোনা দখল করেন।
টোকিও অলিম্পিকের সময় পিস্তলের সমস্যা আটকে দিয়েছিল মানুকে। এবার সেই সমস্ত বাধা কাটিয়ে কোরিয়ান দুই শ্যুটারের পিছনে ব্রোঞ্জ জয় সম্পন্ন করেন। নয়বারের বিশ্বকাপের পদকজয়ী তারকার হাত ধরেই ভারত এবার পদক প্রাপকদের তালিকায় নাম লেখাল। শ্যুটিংয়ের পঞ্চম ভারতীয় হিসাবে পদকজয় করলেন তিনি।
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মানু ভাকার ৫৮০ পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। ফাইনালে পৌঁছনোর পথে মানু সবথেকে বেশি পারফেক্ট স্কোরও (২৭) করেন তিনি।
শেষ ২০ বছরে ব্যক্তিগত পর্যায়ে প্ৰথম ভারতীয় হিসাবে অলিম্পিকের শ্যুটিংয়ের ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন। ২০০৪-এ এথেন্স অলিম্পিকে শেষবার ব্যক্তিগত বিভাগ থেকে শ্যুটিংয়ে চূড়ান্ত রাউন্ডে পৌঁছনোর কীর্তি গড়েছিলেন সুমা শিরুর। তবে সেটা ছিল এয়ার রাইফেল ইভেন্টে। মানু ভাকার কিন্তু প্ৰথম ভারতীয় হিসাবে এয়ার পিস্তল রাউন্ডে চূড়ান্ত পর্বে পৌঁছেছেন।
অলিম্পিকে এখন পর্যন্ত ভারতীয় শ্যুটিং পদকপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা
শ্যুটার | ঘটনা | পদক | অলিম্পিক |
রাজ্যবর্ধন সিং রাঠোর | পুরুষদের ডাবল ফাঁদ | সিলভার | এথেন্স 2004 |
অভিনব বিন্দ্রা | পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল | সোনা | বেইজিং 2008 |
গগন নারাং | পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল | ব্রোঞ্জ | লন্ডন 2012 |
বিজয় কুমার | পুরুষদের 25 মিটার দ্রুত ফায়ার পিস্তল | সিলভার | লন্ডন 2012 |
মনু ভাকার | মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল | ব্রোঞ্জ | প্যারিস 2024 |
প্যারিস 2024 সালের আগে অলিম্পিকে ভারতীয় শুটাররা যে চারটি পদক জিতেছে, তার মধ্যে একটিও ভারতীয় মহিলা শুটার জেতেননি। অলিম্পিকের শুটিং রেঞ্জ থেকে ভারতের জন্য শেষ পদকটি এসেছে ২০১২-র লন্ডন-এ, যেখানে রাইফেল শুটার গগন নারাং (পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ) এবং পিস্তল শুটার বিজয় কুমার (পুরুষদের 25 মিটার দ্রুত ফায়ার পিস্তলে রৌপ্য) পদক জিতেছিলেন।
ভারতীয় দলটির শেফ ডি মিশন হিসেবে নারাং প্যারিসে রয়েছেন।