/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Manu-Bhaker-Neeraj-Chopra.jpg)
Manu Bhaker-Neeraj Chopra: বামদিকে মানু ভাকর, ডানদিকে নীরজ চোপড়ার সঙ্গে মানু। (ছবি- টুইটার)
Manu Bhaker-Neeraj Chopra marriage: ভারতীয় শুটিং জগতের রত্ন মানু ভাকর কি প্যারিস অলিম্পিকে রুপোজয়ী নীরজ চোপড়াকে বিয়ে করতে চলেছেন? এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আর, সেই সময়ই মানু তাঁর বক্তব্য স্পষ্ট করবেন। কিছুদিন আগে নীরজ আর মানুর একটি ভিডিও প্রকাশিত হয়েছে। আর, তারপরই এই দুই খেলোয়াড়ের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।
ভারতের হয়ে সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিকে মেডেল পেয়েছেন মানু ভাকর। সম্প্রতি দুটি ভিডিও প্রকাশিত হয়েছিল। যার মধ্যে একটিতে মানু ভাকরের মাকে নীরজ চোপড়ার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। আর, সেই ভিডিওতে দেখা গিয়েছিল যে তিনি নীরজের হাত নিজের মাথার ওপর রেখে নীরজকে দিয়ে কিছু শপথও করাতে চাইছিলেন।
তার জেরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্যও করেন। সেই সব মন্তব্যের ভিত্তিতে নীরজ আর মানুর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এবার সেই ভিডিওর সত্যতা নিয়ে মুখ খুললেন মানু ভাকর। যাতে তিনি গোটা ব্যাপারটা কতটা সত্যি, তা স্পষ্টভাবে জানিয়েছেন। এবারের অলিম্পিকে মানু ভাকরের পাশাপাশি নীরজ চোপড়াও পদক জিতেছেন। তিনি জ্যাভলিন থ্রো-এ দেশকে রুপো দিয়েছেন। আর, মানু দিয়েছেন ব্রোঞ্জ।
Manu Bhaker with Neeraj Chopra.
Couple goals? 😅❤️ pic.twitter.com/6JlkyZHDAg— Gautam (@Indiantweetrian) August 12, 2024
সদ্য প্রকাশিত অপর ভিডিওতে মানু ভাকর ও নীরজ চোপড়াকে একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেই ভিডিওর ব্যাপারে মানু জানিয়েছেন, নীরজের সঙ্গে তাঁর কেবলমাত্র কিছু কথাবার্তা হয়েছে। আমরা বিভিন্ন প্রতিযোগিতায় একসঙ্গে খেলি। এর বেশি আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। যাতে স্পষ্ট হয়ে গিয়েছে তিনি আর নীরজ চোপড়া স্রেফ কিছু কথাবার্তা বলেছেন। তাঁদের মধ্যে এর বেশি কোনও সম্পর্ক নেই। একইসঙ্গে মানু জানিয়েছেন যে নীরজ তাঁর সিনিয়র প্লেয়ার। তার বেশি কিছু নন।
Manu Bhaker's mother having a chat with Neeraj Chopra. pic.twitter.com/Zh10VCsiZA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2024
আরও পড়ুন- জাহির খানকে বাদ দিয়ে মর্কেলকে কেন কোচ বাছলেন গম্ভীর-শাহরা! বিস্ফোরক কারণ প্রকাশ্যে
এবারের প্যারিস অলিম্পিকে মানু ভাকর শুটিং ইভেন্টে ভারতকে দুটো ব্রোঞ্জ মেডেল উপহার দিয়েছেন। তার জেরে শচীন তেণ্ডুলকার, বিরাট কোহলি, এমএস ধোনির মত খেলোয়াড়রাও নীরজের বেজায় তারিফ করেছেন। এই ব্যাপারে মানু জানিয়েছেন, শচীন, বিরাট এবং ধোনি ভারতীয় ক্রীড়াজগতের আইকন এবং লেজেন্ড। তাঁরা বাকি খেলোয়াড়দের কাছে রোল মডেল। তাঁরা দেশের গৌরব বৃদ্ধি করেছেন। আর ভারতকে বারবার গৌরবান্বিত করেছেন। এমন ব্যক্তিদের থেকে প্রশংসা শুনতে সত্যিই ভালো লাগে।