Advertisment

Paris Olympics 2024: টোকিওর পুনরাবৃত্তি প্যারিসেও? নীরজকে ঘিরে আশায় বুক বাঁধছে ১৪০ কোটির দেশ

2024 Olympic medal: টোকিওর পরও নীরজ ধারাবাহিকভাবে দেশকে পদক দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra, Paris Olympics 2024, নীরজ চোপড়া, প্যারিস অলিম্পিক ২০২৪

Neeraj Chopra-Paris Olympics 2024: ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। (ছবি- টুইটার)

Medal in France: প্যারিস অলিম্পিকে পদক জয়ে নীরজ চোপড়ার ওপর বড় ভরসা করছে ভারত। অ্যাথলেটিক্স দুনিয়ায় ভারতকে আগেই গর্বিত করেছেন নীরজ। প্যারিসেও ১৪০ কোটির দেশ তাঁর মুখের দিকে তাকিয়ে। ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণপদক দিয়েছিলেন ভারতীয় সেনার এই আধিকারিক। তাই তাঁর প্রতি দেশবাসীর আশাটা একটু বেশিই। কারণ, নীরজের সেই সোনা ছিল অলিম্পিকে কোনও ভারতীয় অ্যাথলিটের প্রথম স্বর্ণপদক জয়। নীরজের জ্যাভেলিন এবারও খেল দেখাবে, এই আশায় ভারতীয় অলিম্পিক দলের বাকিরাও। তাঁরাও চান নীরজকে আদর্শ করে এবারের অলিম্পিকে ভালো ফলাফল করে দেখাতে। এই আশার ওপর ভরসা করেই বড় স্বপ্ন দেখছে দেশ।

Advertisment

নীরজের আগে অ্যাথলেটিক্সে ভারতের সবচেয়ে বড় পদক জয় বলতে ছিল ব্রিটিশ জমানার ইতিহাস। সেটা ১৯০০ সাল। ইংরেজ নর্মান প্রিচার্ড এই প্যারিসেই সেবছর ভারতের হয়ে অ্যাথলেটিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন। আর, ভারতকে দুটো রৌপ্যপদক এনে দিয়েছিলেন। তবে, সেই থেকে ১২০ বছর পার করে খরা কাটিয়েছে ভারতের অ্যাথলেটিক্স দুনিয়া। যদিও এই দুনিয়ায় সাফল্যের খিদেয় অংশ নেওয়ার মত ছেলেপুলের অভাব এই ১২০ বছরে ঘটেনি। কিন্তু, তাতেও অলিম্পিকে অ্যাথলেটিক্স দুনিয়ার ট্রফির খরা কাটেনি। কিন্তু, নীরজের সোনা জয়ের পর থেকে পরিস্থিতিটা অনেক বদলে গিয়েছে। ২০২৩ বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো-এ তিন ভারতীয় প্রথম ১০-এ ছিলেন। বরাবরই প্রথম ১০-এর মধ্যে পয়েন্টের ফারাকটা বিশেষ থাকে না। সেই কারণেই প্যারিসে সাফল্য নিয়ে আদিল সুমারিওয়াল্লার মত অনেকেই আশাবাদী। আর, সেই কারণেই এবার ভারত উপমহাদেশের মধ্যে বৃহত্তম অ্যাথলেটিক্স দল অলিম্পিকে পাঠিয়েছে।

সুমারিওয়াল্লার দাবি, ভারতীয় অ্যাথলিটরা যদি প্যারিসে একটাও পদক না পান, তারপরও দেখা যাবে, তাঁদের পারফরম্যান্স আগের চেয়ে ভালো হয়েছে। প্যারিসে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের ওপর ঠিক এতটাই তাঁর ভরসা। এবার দলে আছেন ২৯ অ্যাথলিট। যার নেতৃত্বে নীরজ চোপড়া। টিম ইন্ডিয়া মনে করছে, টোকিওর মত নীরজ প্যারিসেও পদক জিতবেন। হয়তো সোনাই পাবেন। এই আশা করাটা অবশ্য অন্যায় কিছু নয়। কারণ, টোকিওর পরও নীরজ ধারাবাহিকভাবে দেশকে পদক দিয়েছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো আর সোনা দিয়েছেন। ২০২৩ ডায়মন্ড লিগ ফাইনালেও সোনা জিতেছেন। হ্যাংঝাও এশিয়ান গেমস থেকেও এনেছেন সোনাই। তবে, একইসঙ্গে নীরজকে সাম্প্রতিক সময় চোট-আঘাত বেশ ভুগিয়েছে। আর, তাতেই ৯০ মিটারের সীমা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে এই ভারতীয় অ্যাথলিটকে বেশ বেগ পেতে হয়েছে।

Neeraj Chopra, World athletics championships, নীরজ চোপড়া, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
Neeraj Chopra-World athletics championships: ২০২২-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের পর নীরজের উল্লাস। (ছবি- টুইটার)

২০২২-এ স্টকহোমে নীরজের পয়েন্ট ছিল ৮৯.৯৪। ২০২৩-এ চিনের হ্যাংঝাও-এ নীরজের পয়েন্ট ছিল ৮৮.৮৮ মিটার। এরপর চোট-আঘাত সারিয়ে তিনি প্যারিস গিয়েছেন। আর চোটের জন্যই এবছর ফিনল্যান্ডের টুর্কুতে পাভো নুরমি গেমস ছাড়া কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দিতে পারেননি। ফিনল্যান্ডে সোনা জিতলেও নীরজের পয়েন্ট ছিল ৮৫.৯৭ মিটার।

আরও পড়ুন- মরোক্কান দর্শকদের ভয়ঙ্কর হামলায় হার সোনার আর্জেন্টিনার! অলিম্পিকের বিশৃঙ্খলায় ফুঁসে লাল মেসিরা

নীরজ ছাড়াও প্যারিসে ভারতীয় জ্যাভেলিন যাঁর ওপর ভরসা করছে, তিনি হলেন কিশোরকুমার জেনা। পুরুষ জ্যাভেলিনে ওড়িশার জেনা হ্যাংঝাও-এ রুপো জিতেছিলেন। নীরজের ঠিক পরেই, পয়েন্ট ছিল ৮৭.৫৪ মিটার। সেটা অবশ্য জেনার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। এঁরা ছাড়াও প্যারিসে ভারতীয় অ্যাথলেটিক্সে আশার আলো বলতে ৩,০০০ মিটার স্টিপলচেজ-এ জাতীয় রেকর্ড হোল্ডার অবিনাশ সাবলে, এশিয়ান রেকর্ড হোল্ডার শটপাটার তেজিন্দর সিং তুর। পদক জয়ের আশা আছে পুরুষদের ৪x৪০০ মিটার রিলে দলের। বাহামাসে বিশ্ব ৪x৪০০ মিটার রিলেতে ভারত ভালো পারফরম্যান্স করেছে। এছাড়া পুরুষ, মহিলা উভয় দলেরই দু'জন করে খেলোয়াড় হাঁটা বিভাগে ভালো পারফরম্যান্স করবে বলেই আশাবাদী ভারতীয় অ্যাথলেটিক্স।

Olympics Paris Sports News Neeraj Chopra
Advertisment