Advertisment

Neeraj Chopra-Arshad Nadeem: নীরজ, ভারতের হৃদয় ভেঙে ঐতিহাসিক সোনা পাকিস্তানের নাদিমের! সেরার সেরা থ্রো অলিম্পিক সেরা

Arshad Nadeem Wins Gold in Men's javelin throw: নীরজ চোপড়া সোনা জয়ের জন্য প্যারিসেও ফেভারিট ছিলেন। তবে এবার সোনা নয়, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। নীরজকে টপকে শুক্রবার রাত ৮টায় আর্শাদ নাদিম সোনা জেতার পরেই ভারতের বুক ভাঙে। তবে নীরজ রুপো জিততে সেই ক্ষতে প্রলেপ পড়ে কিছুটা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra Arshad Nadeem at Paris Olympics

Neeraj Chopra Arshad Nadeem at Paris Olympics: পাকিস্তানের সোনা, ভারতের রুপো, জ্যাভেলিন থ্রোয়ে দুই পড়শি দেশের জয়জয়কার (টুইটার)

Neeraj Chopra silver Arshad Nadeem Gold: পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আর্শাদ নাদিম গোটা দুনিয়াকে স্তম্ভিত করে দিলেন। প্যারিস অলিম্পিকে নতুন কীর্তি গড়ে সোনা জিতলেন। ফাইনাল রাউন্ডে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা নিয়ে গেলেন পাকিস্তানে। ৩৪ বছরের অলিম্পিক পদক খরা কাটালেন পাকিস্তানের।

Advertisment

নীরজ চোপড়া সোনা জয়ের জন্য প্যারিসেও ফেভারিট ছিলেন। তবে এবার সোনা নয়, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। নীরজকে টপকে শুক্রবার রাত ৮টায় আর্শাদ নাদিম সোনা জেতার পরেই ভারতের বুক ভাঙে। তবে নীরজ রুপো জিততে সেই ক্ষতে প্রলেপ পড়ে কিছুটা। সবমিলিয়ে টানা দুটো অলিম্পিকে ভারতকে পদক এনে দিলেন নীরজ।

যদিও নিজের সেরা ফর্মে ছিলেন না ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাক এন্ড ফিল্ড এথলিট। ছয়টা থ্রোয়ের মধ্যে নীরজের পাঁচটি থ্রো-ই ছিল ফাউল। একমাত্র বৈধ থ্রো ছিল ৮৯.৪৫ মিটারের। সেই থ্রো-ই তাঁকে পদক এনে দিল। ঘটনাচক্রে এটাই নীরজের কেরিয়ারের সেরা দূরত্ব অতিক্রম করা থ্রো।

আর্শাদ নাদিম নিজের কেরিয়ারের তো বটেই অলিম্পিকের ইতিহাসেও সেরা থ্রো করে গেলেন বৃহস্পতিবার রাতে। ৯২.৯৭ মিটার-ই অলিম্পিকের ইতিহাসে সেরা। ২০০৮ বেইজিং অলিম্পিকে এর আগে সর্বোচ্চ থ্রো করেছিলেন নরওয়ের থরকিলদেস আন্দ্রেস। তাঁর থ্রো ছিল ৯০.৫৭ মিটারের। সেই রেকর্ড প্যারিস অলিম্পিকে ভেঙে চুরমার করে দিলেন আর্শাদ নাদিম। ঘটনাচক্রে নাদিমের শেষ প্রচেষ্টার থ্রো ছিল ৯১.৭৯ মিটারের।

চলতি অলিম্পিকে পাকিস্তানের প্ৰথম পদকজয়ী এথলিট আর্শাদ নাদিম-ই। জ্যাভেলিন থ্রো ইভেন্টে এই প্রথমবার দেশকে পদক এনে দিলেন তিনি। এর আগে পাকিস্তানের অলিম্পিকে পদক সংখ্যা ছিল ১০টি (৩ টে সোনা, ৩টে রুপো এবং ৪টে ব্রোঞ্জ)। ফিল্ড হকি এবং কুস্তিতে চারটে ব্রোঞ্জ জয়ের কৃতিত্ব ছিল পাকিস্তানের। প্যারিসের পাকিস্তানের হয়ে চতুর্থ সোনা এবং ১১তম পদক জিতে নজির গড়লেন আর্শাদ নাদিম।

Indian Olympic Team India in Olympic Today Paris Olympics 2024 Olympics India in Olympic India at Olympics Indian Olympic Association Neeraj Chopra
Advertisment