Advertisment

Olympics 2024: শুক্রবারই শুরু অলিম্পিক, রংচংয়ে উদ্বোধনে চমকের পর চমক! কোথায়, কখন, কীভাবে দেখবেন অনুষ্ঠান

Paris Olympics opening ceremony live streaming details: প্যারেডে ভারতের প্রতিনিধিত্ব করবেন শরথ কমল ও পিভি সিন্ধু। তাঁরা দেশের পতাকা বহন করবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Paris 2024, Olympic Village, প্যারিস, অলিম্পিক ভিলেজ,

Paris 2024-Olympic Village: প্যারিসের অলিম্পিক ভিলেজ। (ছবি- টুইটার)

Paris Olympics opening ceremony: শুক্রবার অলিম্পিক ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। ঐতিহ্য ভেঙে প্রথমবার কোনও স্টেডিয়ামের মধ্যে নয়। প্যারিসের সেইন নদীর ধারে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদরা উদ্বোধনী প্যারেডে অংশ নেবেন।

Advertisment

ক্রীড়াবিদরা প্রায় ১০০টি নৌকোয় চেপে এই অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁদের নৌকো- নটর ডেম, পন্ট ডেস আর্টস এবং পন্ট নিউফ-সহ প্যারিসের কিছু দ্রষ্টব্য স্থানের মধ্যে দিয়ে যাবে। কুচকাওয়াজ অস্টারলিটজ (Austerlitz) ব্রিজ থেকে শুরু হবে এবং ট্রোকাডেরো (Trocadéro)-এ গিয়ে শেষ হবে।

প্যারেডে ভারতের প্রতিনিধিত্ব করবেন শরথ কমল ও পিভি সিন্ধু। তাঁরা দেশের পতাকা বহন করবেন। সিন্ধু ব্যাডমিন্টনে দু'বারের অলিম্পিক পদক বিজয়ী এবং টেবিল টেনিস তারকা কমল পঞ্চমবারের জন্য অলিম্পিকে অংশ নেবেন।

আরও পড়ুন- টোকিওর পুনরাবৃত্তি প্যারিসেও? নীরজকে ঘিরে আশায় বুক বাঁধছে ১৪০ কোটির দেশ

কুচকাওয়াজের দিন, ভারতীয় ক্রীড়াবিদরা ঐতিহ্যবাহী পোশাক পরবেন। পুরুষদের পরনে থাকবে কুর্তা বুন্দি সেট। মহিলারা ভারতের পতাকা প্রতিফলিত করে ম্যাচিং করে এমন শাড়ি পরবেন। পোশাকে থাকবে ইকাত-অনুপ্রাণিত প্রিন্ট এবং বেনারসি ব্রোকেড।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কবে হবে?

উদ্বোধনী অনুষ্ঠান ২৬ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে?

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় রাত ১১টায় শুরু হবে।

কীভাবে টিভিতে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে?

প্যারিস অলিম্পিক স্পোর্টস ১৮ ১ এসডি (SD) এবং স্পোর্টস ১৮ ১ এইচডি (HD) টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।

কীভাবে টিভিতে প্যারিস অলিম্পিকের লাইভ স্ট্রিম দেখা যাবে?

ভারতে প্যারিস অলিম্পিক জিও সিনেমা (JioCinema)-এ বিনামূল্যে লাইভ স্ট্রিম করা হবে।

Olympics Sports News Paris PV Sindhu
Advertisment