Advertisment

Paris Olympics controversy: অলিম্পিকে ক্রিশ্চানদের ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ! বিতর্কের দাউদাউ আগুনে দগ্ধ আয়োজকরা

last supper controversy: ক্রিশ্চানদের দেশেই ক্রিশ্চানদের ধর্মীয় অবমাননার অভিযোগ, কেলেঙ্কারি প্যারিস অলিম্পিকে

author-image
IE Bangla Sports Desk
New Update
Paris Olympics-The Last Supper, প্যারিস অলিম্পিক, দ্য লাস্ট সাপার

Paris Olympics-The Last Supper: উদ্যোক্তারা ক্ষমা চেয়েছেন। (ছবি- টুইটার)

Paris Olympics opening ceremony controversy: প্যারিস অলিম্পিকের আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠানে 'দ্য লাস্ট সাপার' প্যারোডি মূকনাট্য আয়োজনের জন্য ক্ষমা চেয়েছেন। এর আগে, শো-টির শৈল্পিক পরিচালক থমাস জলি বলেছিলেন যে এই মূকনাট্যের মাধ্যমে তাঁর ধ্বংসাত্মক কিছু করা, উপহাস করা বা কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য ছিল না। বরং, তিনি তিনি ভালোবাসার বার্তা এই শো-এর মাধ্যমে দিতে চেয়েছিলেন।

Advertisment

এই বার্তাতে অবশ্য ক্ষোভ মেটেনি। প্যারিস অলিম্পিক ২০২৪-এর আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠানে ড্র্যাগ কুইন্স-সহ 'দ্য লাস্ট সাপার' পেইন্টিংয়ের প্যারোডি মূকনাট্য আয়োজনের পর থেকেই বিশ্বব্যাপী ক্ষোভের মুখে পড়েছেন। ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান গোষ্ঠীগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। যার কারণে উদ্যোক্তারা ক্যাথলিক-সহ অন্যান্য খ্রিস্টান গোষ্ঠীগুলোর কাছে ক্ষমাও চেয়েছেন। এই ব্যাপারে ২০২৪ অলিম্পিক গেমসের যোগাযোগ ব্যবস্থাপক, অ্যান ডেসক্যাম্পস সাংবাদিকদের বলেছেন, 'স্পষ্টতই কোনও ধর্মীয় গোষ্ঠীর প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না। (উদ্বোধনী অনুষ্ঠান) সব সম্প্রদায়ের প্রতি সহনশীলতা দেখানোর চেষ্টা করেছিল।'

এই মূকনাট্য লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটি পুনরায় তুলে ধরেছে। ওই চিত্রনাট্যে যিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার আগে তাঁর প্রেরিতদের সঙ্গে শেষ খাবার ভাগ করে নিচ্ছেন। বাইবেলের সেই দৃশ্য চিত্রিত করা হয়েছিল। এই শিল্পকর্মের পুনঃনির্মিত সংস্করণে ট্রান্সজেন্ডার মডেল ড্র্যাগ কুইন্স এবং একজন নগ্ন গায়ককে দেখানো হয়েছে। যাঁকে ওয়াইনের গ্রিক দেবতা ডায়োনিসাসের আদলে তুলে ধরা হয়েছে। আর, এতেই ক্যাথলিক চার্চ হতাশা প্রকাশ করেছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

মুখপাত্র ডেসক্যাম্পস বলেছেন, 'আমরা মনে করি, আমরা লক্ষ্য অর্জন করতে পেরেছি। কিন্তু, তাতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তবে আমরা সত্যিই দুঃখিত।' ফরাসি ক্যাথলিক চার্চের বিশপদের সভা এই পারফরম্যান্সকে বা শৈল্পিক কর্মকে, 'খ্রিস্টান ধর্মের প্রতি উপহাস' বলে অভিযোগ করেছে। বিশপদের সভার পক্ষ থেকে জানানো হয়েছে, যে খ্রিস্টানরা এই শিল্পকর্মে আঘাত পেয়েছেন, তাঁদের প্রতি তাঁরা সমবেদনা প্রকাশ করছেন।

আরও পড়ুন- ভাইস ক্যাপ্টেন হয়েও দ্বিতীয় টি২০-তে কেন বাদ শুভমান! আসল রহস্য ফাঁস ম্যাচ শুরু হতেই

মার্কিন বিলিয়নেয়ার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এলন মাস্ক মূকনাটকটিকে, 'খ্রিস্টানদের প্রতি অত্যন্ত অসম্মানজনক' বলে অভিযোগ করেছেন। ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাত্তেও সালভিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ উদ্বোধনী অনুষ্ঠানটির নিন্দা করেছেন। তিনি লিখেছেন, 'প্রিয় ফরাসি জনগণ, বিশ্বব্যাপী কোটি কোটি খ্রিস্টানদের অপমান করে অলিম্পিকের উদ্বোধন করা সত্যিই একটি খারাপ শুরু ছিল।'

Indian Olympic Association Olympics Paris Sports News Indian Olympic Team India in Olympic India in Olympic Today India at Olympics Paris Olympics 2024
Advertisment