Vinesh Phogat disqualified, PM Modi reacts: বুধবার প্যারিস অলিম্পিকের ফাইনাল থেকে ভিনেশ ফোগতকে ওজন বেশি থাকার কারণে বাতিল করার নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষার সঙ্গে ভিনেশের বাদ পড়া নিয়ে আলোচনা করেন। এমনকি সামনে কী কী অপশন খোলা রয়েছে, তা-ও জানতে চান তিনি।
সূত্রের খবর, আইওএ (ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন)-এর প্রেসিডেন্ট পিটি ঊষাকে ভিনেশের বাতিল হওয়া নিয়ে সরকারি স্তরে প্রতিবাদপত্র জমা করতে বলেন। কুস্তিগির পরবর্তী ক্ষেত্রে যদি এতে কোনও সুবিধা পান, সেটাও ভেবে দেখার কথা জানান প্রধানমন্ত্রী।
বুধবার ফাইনালে ভিনেশের খেলার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সারা হিলডারব্রেখটের বিরুদ্ধে। তবে বাউটের দিন সকালে নিয়মমাফিক ওজন-পরীক্ষায় ব্যর্থ হন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, মঙ্গলবার রাতে ভিনেশের ওজন ২ কেজি বেশি ছিল। গোটা রাত ঘুমোননি তিনি। নির্দিষ্ট ওজন-সীমার মধ্যে নিজেকে নিয়ে আসতে চেষ্টার কসুর করেননি তিনি। জগিং থেকে জাম্পিং এমনকি সাইক্লিংও করেন। তবে এতে সমস্যার সমাধান হয়নি।
আরও পড়ুন: ভিনেশ ফোগাটকে বাদ দেওয়া হলো! জানুন কেন…
হতাশা জনক ঘটনার পর টুইটারে বিবৃতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখে দেন, "ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন। প্রত্যেক ভারতীয়র কাছে তুমি অনুপ্রেরণা। এদিনের ব্যর্থতা হৃদয়বিদারক। আমি কতটা হতাশ তা যদি ভাষায় প্রকাশ করতে পারতাম। একই সঙ্গে আমি এ-ও জানি তুমি স্থৈর্য্যের প্রতীক। সবসময় কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানানো তোমার স্বভাবের মধ্যেই রয়েছে। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো। তোমার জন্য আমরা সকলে গলা ফাটাচ্ছি।"
ভিনেশের সোনা জয়ী লড়াইয়ের দিন সকালেই ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, “ভীষণ দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে অলিম্পিকে ভারতীয় দলের তরফ থেকে মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগ থেকে ভিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করার খবর শেয়ার করা হয়েছে। গোটা রাত জুড়ে দলের তরফে সর্বাত্মক প্রচেষ্টার পরেও ৫০ কেজির সামান্য কয়েক গ্রাম ওপর ছিল ওঁর ওজন। এই মুহূর্তে ভারতীয় দলের পক্ষ থেকে আর কোনও ঘোষণা করা হবে না। ভারতীয় দলের পক্ষ থেকে ভিনেশের গোপনীয়তাকে সম্মান জানানোর আর্জি করা হচ্ছে।”
এর আগে ২০১৬-র রিও অলিম্পিক এবং ২০২০-এর টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশের। মঙ্গলবার জোড়া অলিম্পিক-ব্যর্থতা সঙ্গী করে ফাইনালে পোঁছে গিয়েছিলেন। ইতিহাস গড়ে অলিম্পিকের ইতিহাসে প্ৰথমবার কোনও ভারতীয় কুস্তিগির হিসাবে ফাইনালে পৌঁছন। ফাইনালে পোঁছনোর পথে ভিনেশ হারিয়েছিলেন বিশ্বের একনম্বর গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে। এরপরে ইউক্রেন এবং কিউবার প্রতিদ্বন্দ্বীকেও ধরাশায়ী করে অলিম্পিকের ফাইনালে যোগ্যতা অর্জন করেন।