Advertisment

Vinesh Phogat conspiracy: মোদীর অন্তর্ঘাতেই অলিম্পিক পদক হাতছাড়া 'প্রতিবাদী' ভিনেশের! বিস্ফোরক অভিযোগ এবার ভারত থেকেই

Vinesh Phogat disqualification row: ভিনেশের অলিম্পিক সোনা হাতছাড়া হওয়ার পিছনে কি মোদীর হাত, ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে চলে এল

author-image
IE Bangla Sports Desk
New Update
Narendra Modi, Vinesh Phogat, নরেন্দ্র মোদী, ভিনেশ ফোগত,

Narendra Modi-Vinesh Phogat: ভিনেশ ফোগত বিতর্কে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। (ছবি- টুইটার)

PM Narendra Modi Vinesh Phogat conspiracy: ভিনেশ ফোগত বিতর্কে মোদী সরকারকে একহাত নিল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেস, বিরোধীদের অভিযোগ, ভিনেশ ফোগতের ব্যর্থতা আসলে 'মোদী সরকারের ব্যর্থতা, অশুভ ষড়যন্ত্র'-এর ফল। এই অভিযোগের কারণ, ভিনেশ ফোগত সেই কয়েকজন বিখ্যাত কুস্তিগিরের অন্যতম, যিনি প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ করেছিলেন।

Advertisment

আর, সেই সূত্র ধরেই কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা বুধবার অভিযোগ করেছেন যে কুস্তিগির ভিনেশ ফোগতকে অলিম্পিক ফাইনালের আগেই 'অযোগ্য' ঘোষণা করার পিছনে একটি ভয়ংকর ষড়যন্ত্র কাজ করেছে। তিনি 'অযোগ্য' ঘোষিত হয়েছেন, কারণ, পরীক্ষায় দেখা গিয়েছে যে তাঁর ওজন মাত্র ১০০ গ্রাম বেশি ছিল।

এই প্রসঙ্গে সুরজেওয়ালা বলেন, '১৪০ কোটি ভারতীয় আজ ভিনেশ ফোগতকে আকস্মিক বাতিল করার ঘোষণায় হতবাক। এটা ভারতীয় ক্রীড়াজগতের জন্য একটি কালো দিন। মোদী সরকার ভারতীয় ক্রীড়াবিদ এবং ক্রীড়াক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমরা যেন ভুলে না যাই যে এই সেই ভিনেশ ফোগত, যিনি ২০২৩ সালে দিল্লির যন্তর মন্তরে ১৪০ দিন ধরে প্রতিবাদ করেছিলেন। মোদী সরকার সেই সময় মুখ ঘুরিয়ে রেখেছিল। তাঁকে ন্যায়বিচার দেয়নি। আমরা যেন ভুলে না যাই যে এই সেই ভিনেশ ফোগত, যাঁকে দিল্লি পুলিশ সংসদের সামনে থেকে উদ্বোধনের সময় বিজেপি সরকারের নির্দেশে টেনে সরিয়ে দিয়েছিল।'

ভিনেশ ফোগত সেই সমস্ত বিখ্যাত কুস্তিগিরদের একজন, যিনি প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ করেছিলেন। বিজেপি পরে তাঁকে কুস্তি ফেডারেশনের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়। যদিও পরে ব্রিজভূষণের ছেলেকে লোকসভার টিকিট দেয় দল। সেই প্রসঙ্গের ইঙ্গিত করে সুরজেওয়ালা বলেন, 'ওজন বৃদ্ধি আসলে একটি ষড়যন্ত্রের অংশ।'

সুরজেওয়ালা বলেন, 'ভিনেশকে নিরুৎসাহিত করা হয়েছিল। তারপরও তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাঁর বীরত্ব এবং তাঁর ক্ষমতা কখনও নষ্ট হয়নি। অবশেষে তিনি প্যারিস অলিম্পিকে বিশ্ব চ্যাম্পিয়ন এবং অন্য দু'জনকে একদিনে পরাজিত করে তেরঙ্গা উঁচুতে তুলে ধরেছেন। যদি তাঁর ওজন ঠিক ছিল, তখন তো তিনি তিনটিতে লড়াই করে একদিনে তিনটিতেই জিতেছেন। এখন যদি তা ১০০ গ্রাম বেড়ে যায়, তাহলেও তো সেগুলো জয়। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও সান্ত্বনা নিতে চাই না। তাঁর কাছ থেকে ন্যায়বিচার চাই। কেন তিনি ভিনেশ ফোগতের ন্যায়বিচার নিশ্চিত করতে আইওএ-র কাছে যাননি? ভারতকে সোনার পদক না দেওয়ার পিছনে একটি ভয়ংকর ষড়যন্ত্র রয়েছে।'

সুরজেওয়ালার পাশাপাশি, ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলও সোশ্যাল মিডিয়া এক্স (পুরোনো টুইটার)-এ তাঁর সমবেদনা জানানো পোস্টের জন্য প্রধানমন্ত্রী মোদীকে একহাত নিয়েছেন। এই ব্যাপারে বাঘেল বলেছেন, 'গতকাল যখন ও সেমিফাইনালে জিতেছিল, প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানাননি। কিন্তু, আজ যখন ভিনেশ অযোগ্য ঘোষিত হলেন, তখন তিনি মন্তব্য করলেন। ভিনেশ ফোগত একজন কঠোর পরিশ্রমী মহিলা। মাঠে এবং মাঠের বাইরে তিনি কঠোর পরিশ্রম করেছেন। যার ফল তিনি পাবেন।'

আরও পড়ুন- যখন-তখন, যাঁকে খুশি গ্রেফতার! এবার কি সেই ক্ষমতা হারাতে চলেছে ইডি?

এই পরিস্থিতিতে বুধবার সংসদে ভিনেশ ফোগত বিতর্কে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 'আজ তাঁর ওজন ৫০ কেজি ১০০ গ্রাম পাওয়া গিয়েছে বলে ভিনেশ ফোগতকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ)-এর কাছে এই ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয়েছে। আইওএ সভাপতি পিটি ঊষা প্যারিসে রয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সরকার ভিনেশকে ব্যক্তিগত সাপোর্ট স্টাফের সুযোগ-সুবিধা দিয়েছে।'

Wrestling Paris Olympics 2024 Vinesh Phogat narendra modi India
Advertisment