Advertisment

Sourav Ganguly-Vinesh Phogat: রুপোটা ওঁকে দেওয়া উচিত ছিল! ভিনেশের প্যারিসের স্বপ্নভঙ্গে এবার মুখ খুললেন সৌরভ, উঠল ঝড়

Vinesh Phogat silver: অন্যায় হওয়া ভিনেশের পাশে এবার সৌরভ, করলেন বিরাট মন্তব্য

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Vinesh Phogat, সৌরভ গাঙ্গুলি, ভিনেশ ফোগত,

Sourav Ganguly-Vinesh Phogat: ভিনেশের হয়ে গলা ফাটালেন সৌরভ। (এক্সপ্রেস ফাইল চিত্র/এপি)

Sourav Ganguly on Vinesh Phogat disqualification: ভিনেশ ফোগত ইস্যুতে মুখ খুললেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে ভিনেশের রৌপ্যপদক প্রাপ্য। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ হিলডেব্র্যান্ডের বিরুদ্ধে কুস্তিতে ৫০ কেজি ওজনের বিভাগে নামার কথা ছিল ভিনেশের। কিন্তু, ওজন করতে গিয়েছে দেখা গিয়েছে, ভিনেশের ওজন ৫০ কেজির সামান্য বেশি। এর জেরে গোটা টুর্নামেন্টে ভিনেশকে অযোগ্য বলে জানিয়ে দিয়েছে অলিম্পিক কমিটি। এই ফতোয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ।

Advertisment

রবিবার সেই ইস্যুতেই মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তিনি এই অলিম্পিক বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ভিনেশ 'অন্তত রৌপ্য পদকের যোগ্য'। সৌরভের কথায়, 'আমি সঠিক নিয়ম জানি না, তবে আমি নিশ্চিত যে ও যখন ফাইনালে পৌঁছেছিল, অবশ্যই অবশ্যই যোগ্যতা অর্জন করেছিল। সুতরাং, কেউ যখন ফাইনালে যায়, হয় সে সোনা পায়। অথবা রুপো পায়। তাই ভিনেশের রুপো পাওয়া উচিত। তাঁকে অন্যায়ভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছে কি না, আমি জানি না। তবে, তিনি অন্তত রৌপ্যপদক পাওয়ার যোগ্য।'

বুধবার, ফাইনালের সকালে ওজন করতে গিয়ে দেখা যায় যে ভারতীয় কুস্তিগিরের ওজন নির্দিষ্ট মাত্রার ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি। এরপরই ভিনেশকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। গুজমান লোপেজ ফাইনালে ভিনেশ ফোগতের স্থলাভিষিক্ত হন। আমেরিকান সারা হিলডেব্রান্ট অবশ্য লোপেজকে ৩-০ রাউন্ডে হারিয়ে সোনা জিতে নেন। এই টুর্নামেন্টে ফোগতকেও রৌপ্যপদক দেওয়া হবে কি না, তা মঙ্গলবারের মধ্যে জানা যেতে পারে। এমনটাই শনিবার জানিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

আরও পড়ুন- মেয়ের বাবা হিসাবে… ধর্ষিতা চিকিৎসকের মৃত্যুতে ফুঁসে উঠলেন সৌরভ, প্রকাশ্যেই ছিঃছিঃকার মহারাজের

এর আগে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছিল যে অলিম্পিকের শেষের দিকেই ভিনেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু, পরে আদালত সময়সীমা বাড়িয়েছে। তারপরই জানানো হয়, ১৩ আগস্ট মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ৩০ নাগাদ ভিনেশ ফোগত বনাম ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মধ্যে মামলায় সিদ্ধান্ত নেওয়া হবে। ভিনেশ অবশ্য বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তিনি কুস্তি থেকে অবসর নেবেন। তাঁর কথায়, 'আমার সাহস ভেঙে গেছে। আমার এখন আর কুস্তি করার শক্তি নেই। গুডবাই রেসলিং, ২০০১-২০২৪।'

Sourav Ganguly India Medal Paris Olympics 2024 Vinesh Phogat
Advertisment