/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/hockey-india.jpg)
India beat Australia in men's hockey at Paris Olympics: ভাররের কাছে হকিতে গার5 অস্ট্রেলিয়ার (টুইটার)
India beats Australia in Men's hockey: অলিম্পিকে (Paris Olympics) ইতিহাস গড়ে হকির কোয়ার্টার ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের দুরন্ত গোল এবং দুর্ধর্ষ গোলকিপিংয়ে ভর করে ৫২ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করল ভারত। অজিদের ভারত হারাল ৩-২ ব্যবধানে।
গোলকিপার শ্রীজেশ ছিলেন অনবদ্য। একের পর এক অস্ট্রেলিয়ার আক্রমণ রুখে দিলেন তিনি। ১২ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অভিষেক। হরমনপ্রীতও একটি গোল করে যান।
ক্যাপ্টেন হরমনপ্রীত তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে যান। অলিম্পিকে এই নিয়ে ছয় গোল করে ফেললেন ভারতীয় ক্যাপ্টেন। থমাস ক্রেগ এবং ব্লেক গোভার্স অস্ট্রেলিয়াকে ম্যাচে রেখেছিলেন জোড়া গোল করে। তবে শেষমেশ ভারতের দাপটের কাছেই আত্মসমর্পণ করতে হয় তাঁদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল ভারত। প্রথম কোয়ার্টারে বারবার অস্ট্রেলিয়ার ডি বক্সে হানা দিচ্ছিলেন ভারতীয় ফরোয়ার্ডরা। শামসের সিংয়ের শট অজি গোলকিপার ৩ মিনিটে আটকে না দিলে শুরুতেই গোলের মুখ দেখতে পারত টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: আম্পায়ারের চরম ভুল! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পেল না যোগ্য বিজয়ী দল, সামনে এল নয়া মোচড়
সেবার না হলেও ক্রমাগত ভারতের আক্রমণের চাপে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রতি আক্রমণে জেক হোয়েটন প্রায় গোল করে দিয়েছিলেন। সেই সময় অস্ট্রেলিয়া পেনাল্টি কর্নার পেলেও গোলের মুখ খুলতে পারেনি। উল্টে অভিষেক ভারতের প্ৰথম গোলের খাতা খুলে যান।
দ্বিতীয় কোয়ার্টারে শ্রীজেশ একের পর এক দুরন্ত সেভ করলেও গোলের হদিশ পেয়ে যায় কোকাবুরা বাহিনী। অধিনায়ক আরন জালেওস্কির ওয়াইড শট জালে জড়িয়ে দেন থমাস ক্রেগ।
বিরতির পরে ভারত পেনাল্টি কর্নার পায়। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত ভারতের হয়ে দ্বিতীয় গোল করে যান।
জোড়া গোল হজম করার পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস করেছিল। তবে চীনের প্রাচীরের মতই দুর্ভেদ্য হয়ে ওঠেন গোলকিপার শ্রীজেশ।
শেষ কোয়ার্টারে অভিষেক আরও একটি গোল করে ফেলেছিলেন। তবে স্টিক ট্যাকলের কারণে সেই গোল বাতিল করা হয়। বাকি সময় ভারত নিরাপদে কাটিয়ে দেয়।
পুল বি-তে আগের ম্যাচেই বেলজিয়ামের কাছে হারতে হয়েছে ভারতকে। সেই জ্বালা জুড়িয়ে এল শুক্রবারের জয়। টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে নামবে আগামী সপ্তাহের মঙ্গলবার।