Vinesh Phogat retires: প্যারিস অলিম্পিকের ফাইনালে হৃদয় বিদারক বিদায়ের পর আর পারলেন না। কুস্তির দুনিয়াকে বিদায় জানালেন ভিনেশ ফোগত। প্ৰথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে যে কোনও ধরণের বিভাগের কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ। তবে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ৫০ কেজির ইভেন্ট থেকেই অযোগ্য ঘোষণা করা হয়।
২৪ ঘন্টা পরে ভিনেশ টুইটারে লিখে দেন, "কুস্তি আমাকে হারিয়ে দিয়েছে। আমি হেরে গিয়েছি। আমার সমস্ত স্বপ্ন, সাহস ভেঙে গিয়েছে। আর কোনও শক্তিই অবশিষ্ট নেই। গুডবাই কুস্তি ২০০১-২০২৪। সবসময় তোমার কাছে ঋণী থাকব।"
সোশ্যাল মিডিয়ায় বজরং পুনিয়া লেখেন, "ভিনেশ, তুমি মোটেও হেরে যাওনি। তোমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে তুমি সবসময় জয়ী হয়েই থাকবে। তুমি স্রেফ ভারতের কন্যাই নও, দেশের গর্ব-ও বটে।"
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভিনেশ সহ গোটা ভারতীয় দল কোর্ট অফ আরবিট্রেশন-এ অভিযোগ জানিয়েছিল, অন্তত যাতে রুপোর পদক-ও দেওয়া সম্ভব হয়। বৃহস্পতিবার সকালেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে 'সিএএস'।
কোনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আয়োজকদের তরফে একটি এড হক কমিটি গড়া হয়েছিল। সেই কমিটিই ভিনেশের ঘটনায় নিজেদের বক্তব্য জানাবে বৃহস্পতিবার সকালে।
সেমিফাইনালে ভিনেশ যাঁকে হারিয়েছিলেন সেই কিউবান ইউসনেলিস গুজমান লোপেজ ভারতীয় কুস্তিগিরের জায়গায় সোনা জেতার লড়াইয়ে নেমেছিলেন। মার্কিন প্রতিদ্বন্দ্বী হিলডারব্রেখট সোনা জেতার পর রুপো অর্জন করেছেন কিউবান কুস্তিগির। ভিনেশের পক্ষে এড হক কমিটি রায় দিলে যুগ্মভাবে রুপো জিতবেন তিনি।